PM Internship 2025: পিএম ইন্টার্নশিপ স্কিমে মাসে মিলবে ১৫ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড! আবেদন পদ্ধতি দেখুন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

দেশের যুবসমাজের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য এবার বিরাট উদ্যোগ নিল কেন্দ্র সরকার। চালু হয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিম। হ্যাঁ, বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনা শেষ করে অভিজ্ঞতার অভাবে ভালো চাকরি হয় না। সেই সমস্যা দূর করার জন্য এই স্কিম। এখানে যুব ছাত্রছাত্রীরা সরাসরি বিভিন্ন সরকারি দপ্তর বা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাবে। 

কী এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম?

আসলে কলেজে শেখা তথ্য আর বাস্তবের কাজ, দুইয়ের মধ্যে অনেকটাই ফারাক থাকে। আর সেই জায়গাতে এই স্কিমের ভূমিকা সবথেকে বেশি। এই ইন্টার্নশিপ নিলে প্রার্থীরা বাস্তব প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা পাবে। পাশাপাশি সরকারি দপ্তরে কীভাবে কাজ করে, তার প্রত্যক্ষ ধারণা পাবে। এমনকি যোগ্য অফিসারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। 

কারা আবেদন করতে পারবে?

এই স্কিমে আবেদন করার জন্য অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল—

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কোর্স বা শেষ দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করেছে, এরকম শিক্ষার্থীরা একমাত্র আবেদন করতে পারবে।
  • শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • কম্পিউটারের প্রাথমিক দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
  • সরকারি কাজ, প্রশাসন কিংবা সমাজ সেবামূলক কাজে আগ্রহী থাকতে হবে।

কী কী সুবিধা পাওয়া যাবে?

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে শুধুমাত্র যে শেখার অভিজ্ঞতা এমনটা নয়, বরং মাসিক ৮০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলবে। এমনকি সরকার স্বীকৃতি সার্টিফিকেট পাওয়া যাবে। পাশাপাশি সরকারি বা কর্পোরেট সেক্টরে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে এবং ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

বলে রাখি, স্কিম অনুযায়ী এই ইন্টার্নশিপ ট্রেনিং এর মেয়াদ হবে দুই থেকে ছয় মাস। কিন্তু কোনও দপ্তর বা প্রকল্পের চাহিদা অনুযায়ী মেয়াদ আরও কমবেশি করা হতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের সঙ্গে সঙ্গে মেয়াদ উল্লেখ করা থাকবে।

আরও পড়ুনঃ ২০২৫-এ কোথায় বিনিয়োগ করবেন? সোনা নাকি বিটকয়েন কীসে পাবেন মোটা টাকার রিটার্ন

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে (pmindia.gov.in) ভিজিট করতে হবে।
  • এরপর “PM Internship Scheme 2025” লিঙ্কে ক্লিক করতে হবে। 
  • এরপর সমস্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সমস্ত শর্ত বুঝে নিতে হবে। 
  • এরপর “Apply Online” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করে প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন