সুখবর! ঘরে বসে মোবাইলে SIR ফর্ম ফিলাপ করুন! BLO ছাড়াই কাজ করুন – SIR Online Form Fillup

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SIR Online Form Fillup: সারাদেশের ন্যায় পশ্চিমবঙ্গেও এনিউমারেশন ফর্ম ফিলাপের অনলাইন প্রক্রিয়া শুরু হল। গত ৮ই নভেম্বর ২০২৫ থেকে এই পরিষেবা voters.eci.gov.in চালু করা হয়েছে। তাই সকল ভোটার নাগরিকদের জন্য এনিমারেশন ফ্রম ফিলাপ বাধ্যতামূলক। ‌অনলাইন ফর্ম পূরণ করার তিনটি ক্ষেত্র উপলব্ধ রয়েছে। প্রথমত যাদের ২০০২ সালে ভোটার লিস্টের নাম রয়েছে। দ্বিতীয়ত ২০০২ সালের ভোটার লিস্টের আপনার নাম না থাকলেও আপনার নিকট আত্মীয় (বাবা, মা, ঠাকুরদা, বা ঠাকুরমা) নাম আছে। তৃতীয় আপনার অথবা আপনার নিকট আত্মীয়র কারোর ২০০২ সালের ভোটার লিস্টের নাম নেই।

এই তিনটি ক্ষেত্রের মধ্যে আপনি যে কোন ক্ষেত্রের হোন না কেন আপনাকে অনলাইন‌ এনিউমারেশন ফর্ম পূরণ করতে হবে। তাই আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন তার বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো। ‌আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে ফামটি পূরণ করুন।

SIR Online Form Fillup

এনিউমারেশন ফর্ম ফিলাপের প্রক্রিয়া:

অনলাইনে এনিউমারেশন ফর্ম পূরণের জন্য আপনাদের ভারতীয় ECI এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনাদের সর্বপথম হোম পেজের ডান দিকে উপরে থাকা ফিল এনোমারেশন ফর্ম অপশন ক্লিক করতে হবে। আপনি যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে না থাকেন তাহলে সর্বপ্রথম সাইন আপ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পর ধাপে ধাপে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত না করা থাকলে ৮ নম্বর ফর্ম পূরণ করতে হবে।

৮ নং ফর্ম পূরণের পদ্ধতি:

৮ নং ফর্ম পূরণের জন্য আপনাদের ECI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ক্লিক হেয়ার অপশনে গিয়ে Apply for correction বিকল্পটি বেছে নিন। শুধুমাত্র মোবাইল নম্বরের নির্দিষ্ট স্থানে আপনার নম্বরটি লিখে সাবমিট করার পর আপনাকে আধার নম্বরের মাধ্যমে ই-সিগনেচার (e-Signature) করতে হবে। এর পর আধার ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আপনার মোবাইল নম্বরটি তৎক্ষণাৎ লিঙ্ক হয়ে যাবে। এছাড়াও আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের নামে কোন গরমিল থাকলে, অনলাইন ফর্ম পূরণ না করে আপনাদের বিএলও (BLO) সাথে যোগাযোগ করুন।

২০০২ ভোটার লিস্টে নাম থাকলে করণীয়:

২০০২ সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকলে অনলাইন ফর্ম ফিলাপ করার সময়
আপনার ২০০২ সালের বিধানসভা, পোলিং স্টেশন এবং সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করতে হবে। সার্চ করে আপনার তথ্য সঠিক হলে, টিক বক্সে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এবার আপনার প্রয়োজনীয় তথ্য যেমন – জন্মতারিখ, আধার নম্বর, বাবা/মা/স্বামী/স্ত্রীর নাম এবং আপনার ছবি প্রভৃতি আপলোড করতে হবে। শেষে আপনার ঠিকানা (Place) লিখে সাবমিট করলে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

২০০২ ভোটার লিস্টে নাম না থাকলে করণীয়:

আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকলে, দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাদের নিকট আত্মীয় যথা- আপনার বাবা/মা/ঠাকুরদা/ঠাকুরমার ২০০২ সালের ভোটার লিস্ট সার্চ করতে হবে। এরপর তাদের সঙ্গে আপনার সম্পর্ক নির্বাচন করতে হবে। এরপর কেস ১ এর মতোই আপনার সমস্ত তথ্য যেমন – জন্মতারিখ, বাবার নাম, ছবি ইত্যাদি পূরণ করে সাবমিট করুন।

নিকট আত্মীয় অথবা নিজের নাম ২০০২ সালের ভোটার লিস্টের না থাকলে করনীয়:

এক্ষেত্রে আপনাদের তৃতীয় অপশনটি বেছে নিতে হবে। ফরম পূরণের ক্ষেত্রে ২০০২ সালের কোন ডকুমেন্ট প্রদান করতে হবে না। আপনাদের নিজস্ব ব্যক্তিগত তথ্যপূরণ এবং ছবি আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কোন ডকুমেন্ট আপলোডের কোন অপশন নেই প্রয়োজনে আপনারা আপনাদের নিকটবর্তী বি এল ও সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত তথ্য পূরণ করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন