রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। অনেকেই ইতিমধ্যে এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলও-র হাতে তুলে দিয়েছেন। আবার কেউ কেউ সরাসরি অনলাইনের মাধ্যমে সাবমিট করছেন। তবে জমা দেওয়ার আগে ফর্মটি আপলোড হয়েছে কিনা তা অনেকেই জানেন না। তবে এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ, নির্বাচন কমিশন এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে আপনি নিজের মোবাইল থেকেই চেক করতে পারবেন, আপনার এসআইআর ফর্মের স্ট্যাটাস।
কেন এই স্ট্যাটাস চেক করা জরুরী?
আসলে অনেক সময় দেখা যায়, আপনি ফর্ম জমা দিলেও তা সঙ্গে সঙ্গে সিস্টেমে আপলোড হয় না। তবে বিএলও-দের আপলোড করার সময়সীমা রয়েছে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। তাই মাঝে মাঝে অনলাইনে নিজের ফর্মের স্ট্যাটাস দেখে নিলে পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে, আপনার ফর্মটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা।
কীভাবে চেক করবেন ফর্মের স্ট্যাটাস?
আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা তা জানার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে-
- প্রথমে সরকারি ওয়েবসাইটে (voters.eci.gov.in) ভিজিট করুন।
- এরপর “Fill Enumeration Form” অপশনটিতে ক্লিক করুন।
- নতুন ব্যবহারকারীদের জন্য “Sign Up” অপশনটিতে ক্লিক করে মোবাইল নম্বর, ইমেইল আইডি, ক্যাপচা কোড ও ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তবে পুরনো অ্যাকাউন্ট যাদের রয়েছে, তারা সরাসরি লগইন করতে পারবে।
- এরপর ফের “Fill Enumeration Form” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর এপিক নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন।
আপনার ফর্ম বিএলও যদি আপলোড করে থাকে, তাহলে আপনার স্ক্রিনে “Your form has already been submitted with mobile number XXXXX…” লেখা দেখাবে। এখানে যে নম্বরটি দেখবেন, সেটি আপনি ফর্মে দিয়েছিলেন।
আরও পড়ুনঃ ফ্রিতে আবারো দেওয়া হবে রান্নার গ্যাস! কারা কীভাবে পাবে? সরকারের ঘোষনা জানুন
তবে বলে রাখি, যদি আপনার ফর্ম আপলোড না হয়ে থাকে, তাহলে কোনও submitted বার্তা দেখাবে না, বরং নতুন ফর্ম ফিলাপ করার পেজ খুলে যেতে পারে। আর এতে করে বুঝবেন যে, আপনার ফর্ম এখনো পর্যন্ত সিস্টেমে ওঠেনি। কিন্তু ৪ ডিসেম্বরের মধ্যে তা উঠতে পারে।
তবে যদি কোনও ক্ষেত্রে আপনার ফর্ম না ওঠে বা ৪ ডিসেম্বরের পরও যদি না দেখেন, তাহলে আপনি সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি কোন ভুল তথ্য দেখতে পান, তাহলেও বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারেন।














