ডিসেম্বর থেকে SBI ব্যাঙ্কের নয়া নিয়ম, প্রভাব পড়বে কোটি কোটি গ্রাহকের জীবনে – SBI Bank New Rule 2025

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SBI Bank New Rule 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন বাণিজ্যিক ব্যাংক। এটি একটি সরকারি মালিকানাধীন (Public Sector) ব্যাংক এবং ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের কয়েক কোটি জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঙ্গে জড়িত রয়েছে। কমবেশি সকল ভারতীয় স্টেট ব্যাঙ্কে একাউন্ট রয়েছেন। সাম্প্রতিক ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বেশ কিছু পরিষেবা বন্ধ করতে চলেছেন। আগামী ডিসেম্বর মাস থেকে উক্ত পরিষেবা গুলি বন্ধ করা হবে। তাই এই ইনফরমেশন টি ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ইতিপূর্বে এই পরিষেবা গ্রহণ করে থাকেন তাহলে আগামী ডিসেম্বর থেকে এই পরিষেবা আর গ্রহণ করতে পারবেন না। উক্ত পরিষেবা বন্ধ হলে গ্রাহকদের কি করনীয় প্রভৃতি বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

SBI Bank New Rule 2025

সম্পর্কিত পোস্ট

AIIMS Staff Recruitment : এবার 1300+ শূন্যপদে গ্রুপ বি ও সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত

SBI এর mCASH :

SBI mCASH একটি সহজ, দ্রুত এবং কম-খরচি পদ্ধতি। যার মাধ্যমে গ্রাহকেরা ব্যাঙ্ক তথ্য না দিয়েও টাকা পাঠাতে পারেন। অনেক এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করতে পারেন। কিন্তু সাম্প্রতিক এসবিআই তাদের এই পরিষেবা বন্ধ করতে চলেছে। কারণ ব্যাংক এখন আরও আধুনিক ডিজিটাল লেনদেন পদ্ধতির দিকে ঝুঁকছে। নিম্নে এসবিআই এটিএম ক্যাশের মাধ্যমে কি কি সুবিধা প্রদান করা হতো তা আলোচনা করা হলো।

mCASH কি কি সুবিধা প্রদান করা হতো :

SBI mCASH পদ্ধতি বেশ জনপ্রিয়, এই পদ্ধতির মাধ্যমে এসবিআই গ্রাহকেরা যেসব সুবিধা গুলো পেয়ে থাকেন তা হলো-
১. আপনি প্রাপককের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর + IFSC না জেনে, শুধু তার মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দিয়েই সরাসরি টাকা পাঠাতে পারতেন।
২. গ্রাহকদের প্রতি mCASH লেনদেন চার্জ ছিল মাত্র 2.50 টাকা। যা অন্যান্য লেনদেনের তুলনায় কিছুটা কম।
৩. প্রাপক SMS বা ই-মেইলে একটি লিঙ্ক পেতেন এবং সেই সাথে 8-digit পাসকোড যা দিয়ে তিনি তার অ্যাকাউন্ট নম্বর, IFSC, ইত্যাদি দিয়ে টাকা দাবি (claim) করতে পারতেন। মোবাইল অ্যাপে State Bank mCASH অ্যাপ ছিল (Android) যেখানে Claim এবং Favourites অপশন ছিল। favourites-এ প্রাপক তার পাঁচটি প্রিয় অ্যাকাউন্ট (IFSC + অ্যাকাউন্ট নম্বর) রাখতে পারতেন ভবিষ্যতে দ্রুত দাবি করার জন্য।
৪. mCASH মাধ্যমে সহজেই মক্লেইম করা অর্থ IMPS-এর মাধ্যমে রিয়েল টাইমে প্রেরণ করা যেত।
৫. প্রাপকের ব্যাংক SBI না হলেও (অন্য ব্যাংকেও) mCASH ব্যবহার করে অতি সহজে টাকা দাবি করা যেত।

SBI mCASH সুবিধা বন্ধ হতে চলেছে :

SBI mCASH একটি সহজ, দ্রুত এবং কম-খরচি পদ্ধতি। যার মাধ্যমে গ্রাহকেরা ব্যাঙ্ক তথ্য না দিয়েও টাকা পাঠাতে পারেন। অনেক এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করতে পারেন। কিন্তু সাম্প্রতিক এসবিআই তাদের এই পরিষেবা বন্ধ করতে চলেছে। এই খবর আসামাত্রই sbi গ্রাহকদের মধ্যে বেশ সারা ফেলেছে। SBI ঘোষণা করেছে যে 30 নভেম্বর, 2025‌ থেকে mCASH (Sending & Claiming) সুবিধা বন্ধ করা হবে। অর্থাৎ 1 ডিসেম্বর 2025 থেকে আর আপনি mCASH এর মাধ্যমে টাকা পাঠাতে বা দাবি করতে পারবেন না।‌ যার ফলে অনেক গ্রাহকেরা চিন্তিত হয়ে পড়েছেন, এখন কিভাবে লেনদেন করবেন। তবে SBI তাদের পরামর্শ দিচ্ছে যে mCASH পরিবর্তে গ্রাহকেরা UPI, IMPS, NEFT, RTGS ইত্যাদি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করুন। এই সমন্ধিত আরো তথ্য জানতে নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

NIT দূর্গাপুরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – NIT Durgapur Job Recruitment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন