SSC Case: আজ SSC নিয়োগে একাধিক মামলার শুনানি! শিক্ষকতার অভিজ্ঞতা ও OMR ত্রুটির ভবিষ্যৎ কী? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC Case: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৫ সালের এসএলএসটি (SLST) নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা এই মামলাগুলি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ১৮ নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছে। চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে এই মামলাগুলির রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন, আজকের জন্য তালিকাভুক্ত প্রধান মামলাগুলির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার (Prior Teaching Experience) মামলা

আজকের শুনানির তালিকায় থাকা প্রথম মামলাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বীকৃত বিদ্যালয়ে কর্মরত ইন-সার্ভিস শিক্ষকদের নিয়ে। তারা তাদের পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার জন্য প্রাপ্য নম্বর দাবি করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ায় তাদের অনেকটাই এগিয়ে দিতে পারে।

  • মূল দাবি: আবেদনকারীদের বক্তব্য, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং কমিশনের নিয়ম অনুযায়ী, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্তরে ইন-সার্ভিস শিক্ষক হিসেবে তাদের পূর্ববর্তী অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট নম্বর পাওয়ার অধিকার রয়েছে।
  • বর্তমান পরিস্থিতি: এই মামলাটির শুনানি আজ নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, একই বিষয়ে অর্থাৎ ১০ নম্বরের ‘প্রায়র টিচিং এক্সপেরিয়েন্স’-এর সুবিধা সংক্রান্ত অন্যান্য মামলাগুলির শুনানি আগামী ২৮শে তারিখের জন্য নির্ধারিত রয়েছে। তাই বিচারপতি অমৃতা সিনহা সম্ভবত সমস্ত মামলাগুলি একসাথে শোনার জন্য ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। মূল প্রশ্ন হলো, অভিজ্ঞতার জন্য এই অতিরিক্ত নম্বর দেওয়া হবে কি না।

OMR ও বুকলেট সিরিজ সংক্রান্ত ত্রুটি

দ্বিতীয় মামলাটি অত্যন্ত জরুরি, কারণ আগামীকাল থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ এই মামলার ওপর নির্ভরশীল।

  • সমস্যা: বহু পরীক্ষার্থী তাদের ওএমআর শিটে (OMR Sheet) বুকলেট সিরিজের কোডটি বক্সে লিখলেও, সেটিকে সঠিকভাবে বাবল বা ডার্ক করতে ভুলে গিয়েছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তাদের ফলাফল প্রকাশ করা হয়নি, যা তাদের উদ্বেগের কারণ।
  • আবেদন: আবেদনকারীরা আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, এই সামান্য ভুলের জন্য তাদের যেন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের মতো পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ থেকে বঞ্চিত না করা হয়।
  • প্রশ্ন ভুল মামলা: এর সাথে বাংলা, ভূগোল, এডুকেশন, এবং গণিতের মতো একাধিক বিষয়ে প্রশ্ন ভুলের মামলাও জড়িত রয়েছে। বিচারপতি এই বিষয়গুলিও অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন।

কেন্দ্রীয় বিদ্যালয়ের অভিজ্ঞতার মামলা

তৃতীয় মামলাটি একজন বিশেষ প্রার্থীর অভিজ্ঞতা সংক্রান্ত। তিনি কলকাতা গার্ডেন রিচের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে (PM SHRI Kendriya Vidyalaya) কর্মরত ছিলেন।

  • প্রেক্ষাপট: এই বিদ্যালয়টি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আবেদনকারী প্রার্থীর নির্দিষ্ট ডাইস কোড (DISE Code) এবং এমপ্লয়ি আইডি থাকা সত্ত্বেও, তাকে শিডিউল-২ অনুযায়ী শিক্ষকতার অভিজ্ঞতার জন্য প্রাপ্য নম্বর দেওয়া হয়নি।
  • সমস্যা: মূল সমস্যা হলো, কমিশনের অনলাইন পোর্টালে শুধুমাত্র রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলির অভিজ্ঞতা নথিভুক্ত করার অপশন ছিল। কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য কোনো পৃথক অপশন না থাকায় তিনি ১০ নম্বরের সুবিধা থেকে বঞ্চিত হন এবং ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

আগামী দিনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আজকের শুনানি ছাড়াও, আগামী কয়েকদিনে SSC সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দিন নির্ধারিত রয়েছে:

  • ১৯ তারিখ: নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি।
  • ২৪ ও ২৬ তারিখ: সুপ্রিম কোর্টে মামলার শুনানি।
  • ২৮ তারিখ: কলকাতা হাইকোর্টে শিক্ষকতার অভিজ্ঞতার ১০ নম্বর সংক্রান্ত ভাইটাল মামলার শুনানি।

এই সমস্ত মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করছে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। আজকের শুনানির পর বিস্তারিত আপডেট পাওয়ার জন্য সকলের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন