SSC Teacher Recruitment: আজ থেকে নথি যাচাই শুরু! প্রথম দিনেই ডাক পাচ্ছেন ৭০০-এর বেশি বাংলা প্রার্থী, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC Teacher Recruitment: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া অবশেষে শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষিত এই প্রক্রিয়াটি আজ, ১৮ই নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। এসএসসি সূত্রের খবর অনুযায়ী, চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১৫০০ জনকে বিভিন্ন বিষয়ের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে।

যাচাইকরণ প্রক্রিয়া ও সময়সূচি

স্কুল সার্ভিস কমিশন এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গেছে, প্রার্থীদের ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়া সকাল ৯.৩০টা থেকে শুরু হবে। এই কাজের জন্য মোট ১৫টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি টেবিলে প্রতিদিন প্রায় ১০০ জন করে প্রার্থীর নথি যাচাই করার পরিকল্পনা রয়েছে।

১৮ই নভেম্বর, অর্থাৎ প্রথম দিন, বাংলা বিষয়ের জন্য তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছে। এসএসসি সূত্রে খবর, প্রথম দিনে প্রায় ৭১০ জন বাংলা বিষয়ের চাকরিপ্রার্থীকে নথি যাচাইয়ের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এই প্রক্রিয়াটি আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রার্থীদের জন্য চলতে থাকবে।

প্রয়োজনীয় নথির তালিকা

সোমবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের কোন কোন গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত নথিগুলির আসল (Original) এবং স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (Self-attested copies) সঙ্গে রাখতে হবে:

  • অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট (যেখানে রোল নম্বর এবং আইডি লেখা আছে)।
  • একটি সচিত্র পরিচয়পত্র, যেমন – আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট।
  • জাতিগত শংসাপত্র (Caste Certificate), যদি প্রযোজ্য হয়।
  • বিশেষ ভাবে সক্ষম (Specially-abled) বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া (EWS) শ্রেণির প্রার্থীদের জন্য প্রয়োজনীয় শংসাপত্র। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষরের তারিখ অবশ্যই ২১শে জুলাই, ২০২৫-এর আগের হতে হবে।
  • স্নাতকোত্তরের (Post-graduation) শংসাপত্র এবং মার্কশিট (অরিজিনাল)।
  • টেট (TET) পাস করার সার্টিফিকেট।
  • শিক্ষক শিক্ষণের (Teacher’s Training) যাবতীয় নথি, যেমন B.Ed বা সমতুল্য কোর্সের প্রমাণপত্র।
  • যদি শিক্ষকতার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে, তবে সেই সব প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি বা অভিজ্ঞতার শংসাপত্র।

নিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান

শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিচে দেওয়া হলো, যা চাকরিপ্রার্থীদের জন্য প্রাসঙ্গিক হতে পারে।

বিবরণ সংখ্যা
মোট শূন্যপদ ৩৫,৭২৬ জন
উচ্চ মাধ্যমিক স্তরে শূন্যপদ ১২,৫১৪ জন
একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদনকারী ২,৪৬,৫৪৩ জন
বিশেষ ভাবে সক্ষম আবেদনকারী ৩,১২০ জন
পরীক্ষায় বসেছিলেন ২,২৯,৬০৬ জন
ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় ২০,৫০০ জন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন