HS Form Fill-up 2026: উচ্চমাধ্যমিকের ফর্ম ফিলাপের দিন ঘোষণা! সেমিস্টার ও পুরোনো সিস্টেমের ছাত্রছাত্রীরা এখনই জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

HS Form Fill-up: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংসদের সভাপতি, অধ্যাপক (ডঃ) চিরঞ্জীব ভট্টাচার্যের সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে (No.: L/PR/601/2025) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম পূরণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন সেমিস্টার পদ্ধতি এবং পুরনো পদ্ধতি—উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য হবে।

ফর্ম ফিলাপের সময়সীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হবে ২রা ডিসেম্বর, ২০২৫ থেকে। এই প্রক্রিয়াটি চলবে ২৪শে ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কারণ সময়সীমা খুব বেশি দীর্ঘ নয়।

কারা এই ফর্ম ফিলাপের জন্য যোগ্য?

সংসদের তরফে জানানো হয়েছে, এই এনরোলমেন্ট প্রক্রিয়াটি মূলত তিন ধরনের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য:

  • সেমিস্টার-IV (Semester-IV): যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।
  • সেমিস্টার-III সাপ্লিমেন্টারি (Semester-III Supplementary): যে সকল পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে অকৃতকার্য হয়েছেন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চান।
  • পুরনো পদ্ধতি (Old System): যারা পুরনো সিলেবাসের অধীনে রেগুলার (Regular), কন্টিনিউইং (CC) বা স্পেশাল (Special) প্রার্থী হিসেবে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে?

ফর্ম পূরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে হবে। তবে ছাত্রছাত্রীরা সরাসরি সংসদের পোর্টালে লগইন করতে পারবেন না। এই কাজটি বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

  1. সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের সংসদের অফিসিয়াল পোর্টাল https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login -এ যেতে হবে।
  2. বিদ্যালয়ের নিজস্ব ‘ইউজার আইডি’ (User Id) এবং ‘পাসওয়ার্ড’ (Password) ব্যবহার করে পোর্টালে লগ-ইন করতে হবে।
  3. এরপর ছাত্রছাত্রীদের তথ্য যাচাই করে ফর্ম জমা দিতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষার ফি অনলাইনে প্রদান করতে হবে।

ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

যদিও ফর্ম ফিলাপের মূল দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের, ছাত্রছাত্রীদেরও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

  • তথ্য যাচাই: নিজের নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় (Subject Combination) যদি ভুল থাকে, তা ফর্ম জমা দেওয়ার আগে স্কুলের সাথে কথা বলে অবশ্যই সংশোধন করে নিন।
  • স্কুলের সাথে যোগাযোগ: ২রা ডিসেম্বর তারিখের আগেই নিজ নিজ স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নিন, কবে এবং কীভাবে ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
  • ফি জমা: স্কুল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিন।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো রকম ভুল এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে ফর্ম ফিলাপের প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন