Teacher TET Case: সুপ্রিম কোর্টে আজ দুই মেগা শুনানি! TET বাধ্যতামূলক? ৪৮টি মামলায় শিক্ষকদের ভাগ্য নির্ধারণ!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Teacher Case: আজ ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গের শিক্ষক এবং সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মাসীহ বেঞ্চে এই মামলা দুটি তালিকাভুক্ত হয়েছে। কোর্ট নাম্বার ৯-এ সকাল ১০:৩০ থেকে এই বেঞ্চ বসবে বলে জানা গেছে। একটি মামলা সমস্ত শিক্ষকদের জন্য টেট (TET) বাধ্যতামূলক করা সংক্রান্ত এবং অন্যটি পশ্চিমবঙ্গের বহু মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকার চাকরির ভবিষ্যৎ নির্ধারণকারী।

৪৮টি মামলার শুনানি: শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ

শিক্ষক-শিক্ষিকাদের চাকরির ভবিষ্যৎ নিয়ে যে মামলাটি তালিকাভুক্ত হয়েছে, তা নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসের অধীনে ১৯ নম্বর সিরিয়ালে রয়েছে। এই একটি মূল মামলার সাথে আরও ৪৭টি মামলা যুক্ত থাকায়, মোট ৪৮টি মামলার শুনানি একসাথে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান মামলাগুলি হলো নাজমা খাতুন বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মীর মাশরফ হোসেন বনাম ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন।

মামলার প্রেক্ষাপট ও শিক্ষকদের লড়াই

এই মামলাগুলির সাথে পশ্চিমবঙ্গের মাদ্রাসার বহু শিক্ষক-শিক্ষিকার দীর্ঘদিনের লড়াই জড়িত। জানা যায়, এই শিক্ষকেরা প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক (Contractual) পদে নিযুক্ত হয়েছিলেন। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে নিষ্ঠার সাথে পরিষেবা দেওয়ার পর, তাঁরা নিজেদের পদের স্থায়ীকরণের (Permanency) জন্য আবেদন করেন। কিন্তু তাঁদের আবেদন মঞ্জুর করার পরিবর্তে, সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি তাঁদের ছাঁটাই করার জন্য নোটিফিকেশন জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকেরা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে মামলা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুটি ক্ষেত্রেই রায় তাঁদের বিপক্ষে যায়। অবশেষে, ন্যায়বিচারের আশায় তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ তাঁদের সেই দীর্ঘ লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ দিন।

শুনানির নির্দিষ্ট সময়

বিচারপতিরা এই বিপুল সংখ্যক মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য একটি নির্দিষ্ট সময় ধার্য করেছেন। সূত্র অনুযায়ী, এই ৪৮টি মামলার শুনানি শুরু হবে দুপুর ২:০০ টা থেকে। সারা পশ্চিমবঙ্গের শিক্ষক মহল এই শুনানির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।

TET বাধ্যতামূলক করার মামলা

শিক্ষকদের ভবিষ্যৎ সংক্রান্ত মামলার পাশাপাশি, আজ আরও একটি গুরুত্বপূর্ণ মামলা তালিকাভুক্ত হয়েছে, যা হলো শিক্ষকদের জন্য টেট (Teacher Eligibility Test) বাধ্যতামূলক করা সংক্রান্ত। এই মামলাটি কজ লিস্টের ২০ নম্বর সিরিয়ালে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব নামে রয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারের করা এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মামলাটিও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেই শোনানির জন্য রাখা হয়েছে। যদিও পূর্বে তিনি টেট সংক্রান্ত সমস্ত মামলা প্রধান বিচারপতির কাছে রিলিজ করে দিয়েছিলেন, আজকের তালিকায় তাঁর বেঞ্চেই এর উল্লেখ রয়েছে। এই মামলার শুনানি শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলার আগেই, অর্থাৎ দুপুর ২টোর আগে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই দুটি মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার শিক্ষকের কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে। তাই আজকের দিনটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন