লেবার কার্ড থাকলেই মাসে মিলছে ২০০০ টাকা! কীভাবে বানাবেন? কী কী কাগজ লাগবে, জানুন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

দেশের লক্ষ লক্ষ দিনমজুরের জীবন সবসময় অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্য দিয়ে কাটে। তবে তাদের সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবার তৈরি করেছে লেবার কার্ড, যেটি থাকলে মাসে ২০০০ টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে এবং মিলবে আরও অনেক সুবিধা।

এবার অনেক শ্রমিক প্রশ্ন তুলছেন, কীভাবে এই লেবার কার্ড বানানো যাবে, আর লেবার কার্ড থাকলেই কি টাকা পাওয়া যাবে, কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কী এই লেবার কার্ড?

লেবার কার্ড হল এমন একটি পরিচয়পত্র যা প্রমাণ করে যে আপনি দেশের কোনও অসংগঠিত খাতে কাজ করেন। এই কার্ড থাকলে মজদুর, নির্মাণ শ্রমিক, ফ্যাক্টরি ওয়ার্কার, গাড়িচালক বা রিক্সা শ্রমিক, কিংবা কৃষি শ্রমিকরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকে সরকারের তরফ থেকে। 

কারা বানাতে পারে লেবার কার্ড?

লেবার কার্ড বানাতে চাইলে খুব বেশি যোগ্যতা পূরণ করতে হয় না। তবে কিছু শর্ত মানতে হয়। সেগুলি হল—

  • সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনও নির্মাণ কাজ, কৃষিকাজ, ফ্যাক্টরি, দোকান বা ট্রান্সপোর্ট কিংবা দৈনিক মজুরির কাজ করতে হবে।
  • বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
  • সরকারি চাকরিজীবী হওয়া চলবে না। এমনকি আয়কর দিলেও চলবে না।
  • ভারতীয় নাগরিক হতে হবে।

কী কী সুবিধা মিলবে?

লেবার কার্ড থাকলে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হল—

  • প্রতিমাসে ২০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা, 
  • দুর্ঘটনা বীমা বা স্বাস্থ্য বীমার সুবিধা,
  • সন্তানদের জন্য স্কলারশিপ, 
  • প্রসূতি ভাতা বা মেডিকেল সাপোর্ট, 
  • বৃদ্ধ অবস্থায় পেনশন। 
  • বিবাহ বা প্রয়োজনে বিশেষ সহায়তা।

কীভাবে আবেদন করবেন?

লেবার কার্ড বানানোর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রাজ্যের শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.myscheme.gov.in/) ভিজিট করুন। 
  • এরপর “Labour Registration” বা “e-Labour Card” অপশনটিতে ক্লিক করুন। 
  • এরপর আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • এরপর নিজের নাম, বয়স, পেশা, ঠিকানা ইত্যাদি তথ্য দিন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এবার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য লিখে সাবমিট করে দিন।
  • এরপর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। সেটি ডাউনলোড করে রাখুন।

আরও পড়ুনঃ SIR-এর হিয়ারিং শুরু হবে ৯ তারিখ থেকে! আপনাকেও কি ডাকা হবে?

কী কী ডকুমেন্ট লাগে?

লেবার কার্ডে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার হয় সেগুলি হল—

  • আধার কার্ড, 
  • ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবইয়ের জেরক্স কপি, 
  • আধার লিঙ্ক করা মোবাইল নম্বর, 
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার কার্ড, 
  • বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, 
  • পেশার প্রমাণপত্র হিসেবে ওয়ার্কার সার্টিফিকেট বা কর্মদাতা সনদ। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন