SIR-এ আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হবে কি? স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

দেশজুড়ে এখন চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। কোথাও নতুন নাম যোগ হচ্ছে, কোথাও আবার ভুল সংশোধন, কোথাও বাদ পড়ছে অনেকের নাম। পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে এখন এই এসআইআর নিয়ে জোরকদমে কাজ চলছে।

তবে এখন অনেকেই প্রশ্ন তুলছে, আধার কার্ড তো সবার কাছেই রয়েছে। তাহলে কি সেটা নাগরিকত্বের প্রমাণ নয়? আসলে এই প্রশ্নই এতদিন যাবৎ চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে নির্বাচন কমিশন তার স্পষ্ট উত্তর দিল।

আধার কি নাগরিকত্বের প্রমাণ?

নির্বাচন কমিশন শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র। কিন্তু কখনও নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ, ভোটার তালিকায় নাম যোগ কিংবা নাম বাদ পড়া বা নাগরিকত্ব যাচাই, কোনও ক্ষেত্রেই আধার যথেষ্ট নয়।

কমিশনের তরফ থেকে বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারা অনুযায়ী আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র, নাগরিকত্ব যাচাইয়ের জন্য অন্য যেকোনও নথি প্রয়োজন। এই বক্তব্যে অনেকেরই ভুল ধারণা দূর হয়েছে।

সুপ্রিম কোর্টে বলেছে একই কথা

এদিকে কমিশন তাদের হলফনামায় উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের ৯ সেপ্টেম্বরের পর্যবেক্ষণ। সেখানেও বলা হয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় আধার ব্যবহার করা যাবে। কিন্তু তা দিয়ে শুধুমাত্র পরিচয় যাচাই করা যাবে। নাগরিকত্ব যাচাই করা যাবে না।

কেন আধার নাগরিকত্বের প্রমাণ নয়?

এবার অনেকেই ভাববেন, আধার তো আমাদের সকলের কাছেই রয়েছে। আর তাতে সব তথ্যই রয়েছে। তাহলে কেন তা নাগরিকত্ব প্রমাণ নয়? এর কারণ খুবই সহজ। কারণ, আধার তৈরি হয় বাসিন্দাদের জন্য, নাগরিকদের জন্য নয়। ভারতে দীর্ঘদিন থাকা যেকোনও বিদেশিরাও আধার কার্ড পেতে পারেন। তাই আধার দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। 

জানিয়ে রাখি, বর্তমানে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর চলছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গোয়া, আন্দামান-নিকোবর, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে।

আরও পড়ুনঃ SIR-এর হিয়ারিং শুরু হবে ৯ তারিখ থেকে! আপনাকেও কি ডাকা হবে?

এসআইআর প্রক্রিয়ায় মূলত বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম দিচ্ছেন। আর সেই ফর্ম পূরণ করেই তাদের হাতে তুলে দিতে হচ্ছে। তবে খসড়া যে ভোটার তালিকা প্রকাশ হবে, সেখানে আপনি নিজের নাম, বয়স, ঠিকানা সবকিছু যাচাই করতে পারবেন। এমনকি যদি কোথাও ভুল থাকে, সময় মতো তা সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন