Aadhaar Card New Update: ব্যাংকে টাকা তোলা থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে পড়েছে। এরফলে আঁধারের তথ্য অনেকে অপব্যবহার করতে শোনা যায়। এই সকল অভিযোগের উপর ভিত্তি করে UIDAI এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আধার কার্ডের বেশ পরিবর্তন আসতে চলেছে। তাই আপনি একজন আধার কার্ড ধারক হয়ে থাকলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে ভারত সরকারের আধার কার্ড নিরামক সংস্থা UIDAI গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি। তাই আপনি ভারতীয় নাগরিক হলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে আলোচনার বিষয় আধার কার্ডে কি পরিবর্তন আসতে চলেছে? এই পরিবর্তনের ফলে আধার গ্রাহকদের কি সুবিধা হবে? এই পরিবর্তনের জন্য আধার গ্রাহকদের কিছু করার প্রয়োজন রয়েছে কিনা? প্রভৃতি।
আধার কার্ড :
আধার কার্ড (Aadhaar Card) হল ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃক প্রদত্ত ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিটি নম্বর। এটি ভারতীয় নাগরিকদের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে সমস্ত সরকারি এবং বেসরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক। তাই আধার কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী আধার কার্ডের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে।
আধার কার্ডের কি কি পরিবর্তন আসতে চলেছে?
বর্তমানে একাধিকবার আধার কার্ডের তথ্য চুরির অভিযোগ উঠেছে। অনেক সময় কোন বেসরকারি সংস্থা অথবা হোটেলে আধার কার্ড দেখালে তারা আধার কার্ডের সঙ্গে সঙ্গে আধার কার্ডে প্রদত্ত ব্যক্তিগত তথ্য সঞ্চয় করে রাখেন। পরবর্তীকালে এই সকল ব্যক্তিগত তথ্য একাধিক মিস ইউজ কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ক্ষেত্রে ও আধার কার্ডের একাধিক দুর্নীতি সামনে আসার কারণে UIDAI এই কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে নতুন আধার কার্ডে শুধুমাত্র একটি ছবি আর আধুনিক কিউআর কোড উপলব্ধ থাকবে। এই কিউআর কোড এবং ছবি ব্যতীত অন্য কোন তথ্য আধার কার্ডে দেখা যাবে না। তবে কেউ যদি উক্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য জানতে চায় তখন তাকে আধার কার্ডে প্রদত্ত কিউআর কোডের মধ্যে স্ক্যান করে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আধার কার্ড ব্যবহারকারীর সমস্ত যাবতীয় তথ্য এনক্রিপটেড ফরম্যাটে থাকবে। যার ফলে ব্যক্তিগত কোন তথ্য চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার আশঙ্কা আর থাকবে না।
এই পরিবর্তনের ফলে কি সুবিধা হবে?
আধার কার্ডের এই পরিবর্তনের ফলে সাধারণ জনগণ বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে যেহেতু ব্যাংক একাউন্ট থেকে শুরু করে সমস্ত সরকারি কাজে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়েছে। তাই অনেক সময় এই ব্যক্তিগত তথ্য প্রকাশের ফলে অনেকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই আধার কার্ড নিরাময়ক সংস্থা উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। UIDAI এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন আধার কার্ডের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকে। চলতি মাসের পরেই অর্থাৎ নভেম্বর মাস শেষ হলেই আগামী মাসের শুরু থেকে এই নতুন আধার চালু হবে। গ্রহক ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশনও করতে হবে।
এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে তার রিপোর্ট UIDAI এর কাছে চলে যাবে। অফলাইন ভেরিফিকেশন বা তথ্য সুরক্ষার জন্যই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সংস্থা বা হোটেল আধার কার্ডের তথ্য সংগ্রহ করে রাখে। আর সেই তথ্যের কোনওরকম নিরাপত্তা থাকে না। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে ভারত সরকার এবং আধার কার্ড নিরাময়ক সংস্থার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














