Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাঝে মাঝে মশারা খুব জ্বালায়। তখন একটি প্রশ্ন স্বাভাবিক, আপনাকে কেন কামড়াচ্ছে বজ্জাত মশারা। বিশেষজ্ঞরা বলছেন, কিছুকাল আছে , নইলে কি আর মশারা বেছে বেছে কামড়ায়! কাকে কামড়াবে তা পছন্দের ক্ষেত্রে মশারা কিছু বৈশিষ্ট্য বিবেচনা করে। এক নজরে দেখে নিন ——
১. বিশেষ রক্তের গ্রুপের মানুষকে মশা একটু বেশিই কামড়ায়। দেখা গেছে, ‘ও পজিটিভি’ এবং ‘ ও নেগেটিভ’ দুই গ্রুপধারী মানুষকেই মশা বেশি কামড়ায়। গবেষণায় দেখা গেছে, মশা ‘ও’ গ্রুপের মানুষকে ‘এ’ গ্রুপের মানুষের চেয়ে দ্বিগুণ কামড়ায়। তাই ‘ ও ‘ গ্রুপ রক্ত থাকলে সাবধান, দুই হাতে মশা তাড়িয়ে যেতে হবে। এ ছাড়া আর উপায় নেই।
২. মশারা কার্বন ডাই অক্সাইডের প্রতি বেশি আকৃষ্ট হয়। যারা নিঃশ্বাসে বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন, মশা তাদের বেশি কামড়ায়। দেখা যায়, বাচ্চাদের তুলনায় বয়স্ক ও মোটা মানুষদের মশা বেশি কামড়ায়। তারা অপেক্ষাকৃত বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন।
৩. গর্ভবতী নারীদের মশা বেশি কামড়ায়। তারা সাধারণ অবস্থার চেয়ে ২১ শতাংশের বেশি কার্বন ডাই অক্সাইড বেশি উৎপন্ন করে এবং দেহের তাপমাত্রাও ১.২৬ ডিগ্রি ফারেনহাইট বেশি থাকে, যা মশাদের আকৃষ্ট করে।
৪. ত্বকে বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যাদের ধরন ও মাত্রার ওপর মশা কামড়ানো নির্ভর করে। ব্যাকটেরিয়ার কারণে ত্বকে রাসায়নিক যৌগ জমা হয়, যা বিভিন্ন ধরনের গন্ধ তৈরি করে। মশা গন্ধ ব্যবহার করে শিকার নির্ধারণ করে।
৫. অনেকেই বেশি ঘেমে ওঠেন। ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়। দেহের তাপমাত্রা ঘামের একটা কারণ। সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, মশার আক্রমণ বেশি করে।
৬. অ্যালকোহল পানকারীদের মশারা বেশি কামড়ায়। গবেষণায় দেখা গেছে, বেশি বিয়ার পান করলেই মশারা আপনার কাছে ছুটে আসবে বেশি। বিজ্ঞানীরা সঠিক কারণ হল , ইথানলের কারণে এটি হতে পারে।
৭. মশা মানুষের পরনের কাপড়ের রঙে আকৃষ্ট হতে পারে। অধিক রঙিন ও উজ্জ্বল রঙের কাপড় পরিধানকারীদের মশা বেশি কামড়ায়। কালো, গাঢ় নীল এবং লাল রঙের পোশাক ধারীকে মশা বেশি কামড়ায়। হালকা রঙের পোশাক পরা বুদ্ধিমানের কাজ।
মশা কাদের বেশি কামড়ায়, তা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। তবে আরও কিছু উত্তর আগামী দিনে পাবো।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “