রাজ্য কর্মী জন্য ছুটির ঘোষণা, কোনদিন ও কেন ছুটি আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনেনিন – WB Govt Employees Holiday

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WB Govt Employees Holiday: আমরা সকলে জানি এই বছর এই আগামী মাস থেকে শেষ হতে চলেছে। ডিসেম্বর মাস বেরোলেই নতুন বছর শুরু হচ্ছে। এদিকে এ নিয়ে রাজ্য সরকারের তরফে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ বার্তা। নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা। আজকের এই প্রতিবেদনে আমরা সেই নোটিশ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেখানে কোন কোন মাসে কি উপলক্ষে ছুটি এবং কোন তারিখ ছুটি তা উল্লেখ করা আছে। তাই আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন অথবা আপনার পরিবারে কেউ সরকারি কর্মী হয়ে থাকে তাহলে এটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

এর পাশাপাশি এই তালিকা কেবল সরকারি কর্মচারী নয়, ব্যাংক কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা যায়। কারণ একটি সহজ ছুটির ক্যালেন্ডার হাতে থাকলে সারা বছরের অফিস-ব্যক্তিগত পরিকল্পনা করা সম্ভব, পরিবারের সঙ্গে ভ্রমণ-প্রব্রজন, উৎসব আয়োজন—সবকিছুর প্রস্তুতি নেওয়া আরও সুবিধাজনক হয়ে ওঠতে পারে বলে অনেকের অনুমান।

২০২৬ সালের ছুটির তালিকার মূল হাইলাইট

তাই ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে:

এক্ষেত্রে রাজ্য কর্মীদের জন্য দুর্গাপুজোর সময় টানা ছুটির সুযোগ থাকছে
চৈত্র-বৈশাখ ও গ্রীষ্মের সময় বেশ কিছু ছুটি ধারাবাহিকভাবে পড়তে চলেছে।
কিছু জনপ্রিয় উৎসব রবিবার পড়ায় আলাদা ছুটি ঘোষণা হয়নি বলে উল্লেখ
N.I. Act অনুযায়ী ব্যাংক কর্মচারীদের জন্য অতিরিক্ত বিশেষ ছুটির ব্যবস্থা রয়েছে
Sectional Holidays এ কিছু সম্প্রদায়ের জন্য বিশেষ ছুটি ধার্য করা হয়েছে

এই পরিবর্তনগুলি আগামী বছরে সরকারি দপ্তরের কাজের সময়সূচি ও জনসাধারণের পরিষেবার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে বলে জানা যায়।

এই প্রতিবেদনের নিচে ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ দিনপঞ্জি সহজ ভাষায় দেওয়া হলো:

জানুয়ারি ২০২৬ ছুটি

তারিখ কি বার কোন উপলক্ষে
১ জানুয়ারি বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ
১২ জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন
২২ জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজোর আগের দিন
২৩ জানুয়ারি শুক্রবার নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে
২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবস

এরপর ফেব্রুয়ারি ২০২৬ ছুটি

তারিখ কি বার কোন উপলক্ষে
৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত
১৪ ফেব্রুয়ারি শনিবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষে

তারপর মার্চ ২০২৬ ছুটি

তারিখ কি বার কেন উপলক্ষে
৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা
৪ মার্চ বুধবার হোলি উপলক্ষে
১৭ মার্চ মঙ্গলবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস
২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের আগের দিন
২১ মার্চ শনিবার ঈদুল ফিতর
২৬ মার্চ বৃহস্পতিবার রাম নবমী
৩১ মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী

তারপর এপ্রিল ২০২৬ ছুটি

তারিখ কি বার কোন উপলক্ষে
৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে
১৪ এপ্রিল মঙ্গলবার ড. বি.আর. আম্বেদকরের জন্মদিন
১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ)

মে মাস ২০২৬ ছুটি

তারিখ কি বার কোন কোন উপলক্ষে
১ মে শুক্রবার মে দিবস, বুদ্ধ পূর্ণিমা
৯ মে শনিবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে
২৬ মে মঙ্গলবার বকরি ইদের আগের দিন
২৭ মে বুধবার ইদুজ্জোহা (বকরি ইদ)

জুন ২০২৬ ছুটি

তারিখ কি বার কি উপলক্ষে
২৬ জুন শুক্রবার মহরম উপলক্ষে

এরপর জুলাই ২০২৬ ছুটি

তারিখ বারের বাম উপলক্ষ কি
১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা

তারপর অগাস্ট ২০২৬ ছুটি

তারিখ কি কি বার কোন কোন উপলক্ষে
১৫ অগাস্ট শনিবার স্বাধীনতা দিবস
২৬ অগাস্ট বুধবার ফতেহা-দোয়াজ-দহম
২৮ অগাস্ট শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে

সেপ্টেম্বর ২০২৬ ছুটি

তারিখ কি বার উপলক্ষ কি
৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো

অক্টোবর ২০২৬ ছুটি (দুর্গাপুজো বিশেষ)

এই মাসেই রয়েছে টানা ছুটির মূল আকর্ষণ।

তারিখ কি কি বার কোন কোন উপলক্ষ
২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তী
১০ অক্টোবর শনিবার মহালয়া উপলক্ষে
১৫ অক্টোবর বৃহস্পতিবার মহা চতুর্থী
১৬ অক্টোবর শুক্রবার মহা পঞ্চমী
১৭ অক্টোবর শনিবার মহা ষষ্ঠী
১৯ অক্টোবর সোমবার মহা অষ্টমী
২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী
২২ – ২৪ অক্টোবর বৃহস্পতি – শনি অতিরিক্ত পুজোর ছুটি
২৬ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজো (অতিরিক্ত ছুটি)

এরপর নভেম্বর ২০২৬ ছুটি

তারিখ কি কি বার উপলক্ষ কি কি
৯–১০ নভেম্বর সোম–মঙ্গল কালীপুজো ও অতিরিক্ত ছুটি
১১ নভেম্বর বুধবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে
১২ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন
১৬ নভেম্বর সোমবার ছট পুজো (অতিরিক্ত ছুটি)
২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানকের জন্মদিন

শেষে ডিসেম্বর ২০২৬ ছুটি

তারিখ বার কি উপলক্ষ
২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন উপলক্ষে

দেখা গিয়েছে ২০২৬ সালে বেশ কয়েকটি বড় উৎসব রবিবার পড়েছে। তাই সরকারের তরফে এগুলিকে আলাদা সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।

• শিবরাত্রি – ১৫ ফেব্রুয়ারি রবিবার রয়েছে
• মহা সপ্তমী – ১৮ অক্টোবর
• লক্ষ্মী পুজো – ২৫ অক্টোবর
• কালীপুজো – ৮ নভেম্বর
• ছট পুজো ও বিরসা মুন্ডা জন্মদিবস – ১৫ নভেম্বর

ইস্টার স্যাটারডে – ৪ এপ্রিল (খ্রিস্টান সম্প্রদায়) জন্য
হুল দিবস – ৩০ জুন (সাঁওতাল আদিবাসী সম্প্রদায়)
করম পুজো – পরে ঘোষণা করা হবে

আমরা সকলে জানি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য ২০২৬ সালের ১ এপ্রিল (বুধবার) তারিখে Annual Closing of Accounts উপলক্ষে ছুটি থাকে প্রতি বছরের ন্যায়।
তবে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে।

শালা সরকারি কর্মীদের জন্য এই বিশেষ ঘোষণা অবশ্যই একটি স্বস্তি আসতে চলেছে এরপরও রাজ্য সরকারের কর্মী ছাড়া অন্যান্যদের জন্য এটি একটি ভালো খবর। কেননা এর ফলে বিভিন্ন সাধারণ মানুষ যারা সরকারি কাজকর্ম করবেন তারা এই দিনগুলিতে সতর্ক থাকবেন এবং সরকারি কর্মীরাও এই দিনগুলিতে নতুন কিছু প্ল্যান করতে পারবেন। সব মিলিয়ে রাজ্য সরকারের প্রকাশিত 4188-F(P2) নোটিশের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা রয়েছে যারা আরো বিস্তারিত জানতে চান তারা অবশ্যই রাজ্য সরকারের ফাইনান্স ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট নোটিফিকেশন দেখে নিতে পারেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন