Student Credit card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিরাট সুখবর শোনালেন মমতা – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

ছাত্র-ছাত্রীদের জন্য এবার বিরাট ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এবং সফল প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit card) আজ ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে অনুমোদিত শিক্ষা ঋণের সংখ্যা এবার ১ লক্ষে পৌঁছে গিয়েছে, যা বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিরাট অধ্যায়। 

উচ্চশিক্ষা স্বপ্ন পূরণে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পেতে পারে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাও খুব কম সুদের হারে। আর সবথেকে বড় ব্যাপার, ঋণের সুদের হার পুরোপুরি বহন করবে রাজ্য সরকার। অর্থাৎ, উচ্চশিক্ষা স্বপ্ন পূরণ করতে অর্থাভাব যাতে বাধা হয়ে না দাঁড়ায়, এই প্রকল্প তারই মূল উদ্দেশ্য।

তবে আজ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় অনুমোদিত ঋণের সংখ্যা আজ ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখানে শিক্ষার্থীদের খুবই নামমাত্র সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আর সুদের ভর্তুকির পুরো পরিমান রাজ্য সরকার বহন করে। তিনি আরও বলেছেন, আমাদের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

২০২১ সাল থেকেই হয়েছে শুরু

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি ২০২১ সালে শুরু হয়েছিল। আর তা চালু হওয়ার পরেই ছাত্র সমাজের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। উচ্চশিক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনোলজি, ম্যানেজমেন্ট, গবেষণা সবক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।

এই প্রকল্পের আওতায় বিদেশে পড়ার খরচ বহন করছে সম্পূর্ণ রাজ্য সরকার। এমনকি দেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আরও সহজ হয়ে উঠেছে। অনেকেই বলছে, এই প্রকল্প তাদের সন্তানদের জীবন বদলে দিয়েছে।

আরও পড়ুনঃ এখন ১ বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি! সরকারি কর্মীদের জন্য আসছে বিরাট পরিবর্তন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন