Business Idea: বন্ধু-বান্ধবী এবং প্রিয়জনদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের জনপ্রিয়তা এত বেশি যে প্রত্যেকের মোবাইলে মেসেঞ্জার হিসেবে রয়েছে। এসএমএস কথপোকথন ছাড়াও এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলিং বেশ জনপ্রিয়। তাই আপনাদের মোবাইলে whatsapp থাকলে তার সাহায্যে বিনোদনের পাশাপাশি এবার থেকে কিছু টাকা উপার্জন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে উপার্জনের কি পদ্ধতি রয়েছে? কিভাবে উপার্জন করবেন? কত টাকা উপার্জন করতে পারবেন? প্রভৃতি বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। তাই যে সমস্ত ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তারা অযথা মোবাইল ফোনে সময় নষ্ট না করে উক্ত পদ্ধতির মাধ্যমে উপার্জন করে নিতে পারবেন। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নির্দেশ অনুসারে আর্থিক লাভবান হতে পারবেন।
হোয়াটসঅ্যাপ মাধ্যমে উপার্জন:
চাকরির বাধা ধরা মাসিক বেতনে বর্তমান সময় সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই ভালোভাবে জীবন যাপনের জন্য চাকরির পাশাপাশি অন্য উপার্জনের মাধ্যম থাকতে হয়। এছাড়াও যে সমস্ত বেকার যুবক-যুবতী ও পড়াশোনা করছে তারা পড়াশোনার পাশাপাশি উক্ত পদ্ধতিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে নিতে পারবে। হাউস ওয়াইফরাও ঘরে বসে নির্দিষ্ট উপার্জন করে সংসারের কাজে স্বামীকে বিশেষ সহায়তা প্রদান করতে পারবে। আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির ক্যাটালগ, সম্প্রচার এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ব্যবহার করে বেশ লাভবান হতে পারবেন।
পণ্য বিক্রি করা:
WhatsApp কেবল চ্যাট এবং কলের জন্য একটি অ্যাপ নয়। সঠিকভাবে ব্যবহার করা হলে এটি উল্লেখযোগ্য উপার্জনও দিতে পারে। বিশেষ করে WhatsApp Business অ্যাপটি ছোট ব্যবসা, অনলাইন বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারীদের জন্য খুবই সহায়ক। অ্যাপটি অসংখ্য বৈশিষ্ট্য অফার করে, যা পণ্য বা পরিষেবাগুলি পেশাদারভাবে প্রদর্শন করতে এবং আরও বেশি লোকের কাছে পৌঁছাতে দেয়। ক্যাটালগের মাধ্যমে WhatsApp Business ক্যাটালগ বৈশিষ্ট্যটি খুবই অনন্য। এতে পণ্যের ছবি, দাম এবং বিবরণ যোগ করা যেতে পারে। গ্রাহকরা সরাসরি WhatsApp অর্ডার দিতে পারবেন। অনেক ছোট ব্যবসা এবং অনলাইন বিক্রেতা এর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে।
ব্রডকাস্ট এবং গ্রুপ ব্যবহার:
WhatsApp সম্প্রচার বৈশিষ্ট্য একাধিক ব্যক্তিকে একসঙ্গে একটি বার্তা পাঠাতে দেয়। এটি বিপণনের জন্য খুবই কার্যকর। কারন এখানে আপনারা কোন গ্রুপের মাধ্যমে বার্তা পাঠালে একসঙ্গে একাধিক মানুষের কাছে পৌঁছায়। যার ফলে আপনার বার্তাটি একাধিক মানুষের কাছে পৌঁছবে। পাশাপাশিই WhatsApp গ্রুপে পরিষেবা বা দক্ষতা প্রচার করে অর্থ উপার্জন করা যেতে পারে। যেমন অনলাইন কোর্স, স্থানীয় পরিষেবা গ্রুপ বা শপিং গ্রুপ।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে উপার্জন:
বর্তমানে আফিলিয়েট মার্কেটিং থেকে উপার্জন অনেক সহজ। এখানে নিজেদের বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের কাছে অ্যামাজন, ফ্লিপকার্ট মতো অন্যান্য সাইটের জনপ্রিয় প্রোডাক্টের লিংক শেয়ারের মাধ্যমে উপার্জন করতে পারবেন। আপনাদের প্রিয়জন উক্ত লিংকে ক্লিক করে শপিং করলে সেখান থেকে আপনারা কিছুটা কমিশন পেয়ে যাবেন। এভাবেই আপনি ঘরে বসেই নিজের মোবাইল ফোন এবং whatsapp এর মাধ্যমে লিংক শেয়ার করে বেশ কিছু আর্থিক লাভবান হতে পারবেন।
দক্ষতা এবং পরিষেবা প্রদান:
আপনারা চাইলে আপনাদের দক্ষতা গুলি যথা- ডিজাইনিং, টিউটরিং, ফ্রিল্যান্সিং বা পরামর্শ প্রভৃতি whatsapp এর মাধ্যমে শেয়ার করে মানুষের উপকারে আসতে পারেন। এই সমস্ত পরিষেবা গ্রহণের পর উক্ত ব্যক্তিরা আপনাদের আর্থিকভাবে সহায়তা করে থাকেন। whatsapp বিজনেস অ্যাপ টি ব্যবহারের মাধ্যমে শুধু এসএমএস নয় আপনার ছোট ব্যবসাটির সম্প্রচার করতে পারবে। পরবর্তীকালে ধীরে ধীরে আপনার ব্যবসাটি জনসমক্ষে প্রচারিত হবে এবং আপনি একজন সফল ব্যক্তিদের পরিণত হবেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














