TATA Capital Pankh Scholarship 2025: টাটা ক্যাপিটাল সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)। একাদশ ও দ্বাদশ শ্রেণী, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা প্রদান করা হবে। তাই যে সমস্ত মেধাবী এবং দুস্থ ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চান অথচ আর্থিক অনটনের কারণে পারছেন না তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আজকের প্রতিবেদনে টাটা ক্যাপিটাল সংস্থার স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ছাত্রছাত্রীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
টাটা ক্যাপিটাল লিমিটেড:
Tata Capital হলো Tata Sons Private Limited একটি সহায়ক প্রতিষ্ঠান এবং এটি একটি নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি (NBFC)। ২০০৭ সালে এটি ঋণ প্রদানের জন্য কার্যকরীভাবে যাত্রা শুরু করে। এটি ভারতে একটি বড় ও বহুমুখী আর্থিক সেবা প্রদানকারী হোম লোন, পার্সোনাল লোন, অফিস/SME লোন, অটো লোন, ভোক্তা লোনসহ বিভিন্ন ধরনের লোন প্রদান করেন। এছাড়া ইনভেস্টমেন্ট, লিজিং, ক্লিন-টেক ফাইন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট, কার্ড/ক্রেডিট কার্ড মার্কেটিং ইত্যাদি সেবা প্রদান করে। Tata Capital বিভিন্ন ধরনের প্রধান সেবা/পণ্য সরবরাহ করে যেমন – Consumer / Retail Loans মধ্যে হোম লোন, পার্সোনাল লোন, অটো-/ভেহিকেল-লোন, লোন অ্যাগেইনস্ট প্রপার্টি/শেয়ার, কনজিউমার-ডিউরেবল লোন ইত্যাদি। Business / SME / Corporate Finance মধ্যে ছোট ও মাঝারি ব্যবসা (SME), কর্পোরেট, কমার্শিয়াল ফাইন্যান্স, প্রোজেক্ট-ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল, রিফাইন্যান্স, লিজিং, লোন সিন্ডিকেশন ইত্যাদি।
আবেদন যোগ্যতা:
টাটা ক্যাপিটাল লিমিটেড স্কলারশিপ আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বর্তমানে ভারতের যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাদশ-দ্বাদশ বা কোনও পেশাদার কোর্সে ভর্তি হতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে ন্যূনতম ৬০% নম্বর পেতে উত্তীর্ণ হতে হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী প্রথম Buddy4Study অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। যদি নতুন আবেদনকারী হন, তাহলে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর হোমপেজে Tata Capital Pankh Scholarship Program 2025-26 লেখাটি খুঁজে বার করতে হবে। এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। সমস্ত শর্ত মেনে আবেদনের শেষ পর্যায়ে সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন রয়েছে।
১. আবেদনকারীর ছবি সহ পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
২. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৩. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৪. আবেদনকারীর সচল একটি ব্যাংক পাসবুক।
৫. আগের ক্লাসের মার্কশিট, সার্টিফিকেট এবং পরবর্তী ক্লাসে ভর্তির রশিদ।
৬. জাতিগত সংশয় পত্র অথবা প্রতিবন্ধীর প্রমাণপত্র (যদি থাকে)।
আবেদনের শেষ তারিখ:
টাটা ক্যাপিটাল লিমিটেড স্কলারশিপ অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। তাই যে সকল শিক্ষার্থীরা স্কলারশিপ পেতে চান তারা যথাসময়ে অনলাইন আবেদন করুন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














