জব কার্ডের নতুন লিস্ট ডাউনলোড করুন | Wb Job Card List Download

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Wb Job Card List Download: জব কার্ডের নতুন লিস্ট ডাউনলোড করুন , দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ১০০ দিনের কাজ অর্থাৎ জব কার্ডের কাজ ।

সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রকল্পের আওতায় এই কর্মসূচি আবার শুরু করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অবিলম্বে জব কার্ডের কাজ শুরু করতে হবে এই নির্দেশ পাওয়ার পরেই রাজ্য সরকার তৎপরতার সঙ্গে মাঠে নেমে পড়েছে ।‌

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। যে কোন দিনই আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়ে যেতে পারে ।‌

ইতিমধ্যেই প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই এবং ই কেওয়াইসি (ekyc) আপডেটের কাজ দ্রুত শেষ করতে হবে।

রাজ্যে বর্তমানে ২ কোটি ৫৬ লোকের বেশি জব কার্ড হোল্ডার রয়েছে তাদের প্রায় বেশিরভাগ উপভোক্তারই আধার লিঙ্ক এবং ই কেওয়াইসি (e-kyc) আপলোড এর কাজ হয়ে গিয়েছে।

বিভিন্ন জেলা থেকে কিছু খবর আসছিল সার্ভার ডাউন থাকার জন্য এই কাজে বিলম্ব হচ্ছিল তবে তা কাটিয়ে উঠে প্রতিটি জেলা প্রশাসন কেওয়াইসি (KYC) করার কাজ প্রায় শেষ করে ফেলেছে ।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এমজিএনআরজিএ (MGNRGA) প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ২০২১ সালেই কেন্দ্র সরকার এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল ।‌ এর ফলে রাজ্যের লক্ষাধিক শ্রমিক এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল ।

এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছিল । গত ১৮ ই জুন কলকাতা হাইকোর্ট রায় দেয় কোন কর্মসূচি অনির্দিষ্টকাল বন্ধ রাখা যায় না আদালত কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দেয় শর্তসাপেক্ষে যত দ্রুত সম্ভব এই প্রকল্প পুনরায় চালু করতে হবে। 

আরও পড়ুন:- আপনার পূর্বপুরুষদের কত টাকা, সম্পত্তি রয়েছে চেক করুন | RBI Unclaimed Deposit Incentive Scheme

পরবর্তী সময়ে কেন্দ্র সরকার এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে । কিন্তু ২৭ শে অক্টোবর দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে এবং কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় । এর ফলে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ পুনরায় চালু হতে চলেছে আর কোন আইনি বাধা বা কেন্দ্র সরকারের বাধা থাকছে না ।

জব কার্ডের কাজ পশ্চিমবঙ্গে যখন শুরু হবে অনেকেই সেই কাজ পাবেন না । আপনি জব কার্ডের কাজ পাবেন কিনা আপনার নাম কাজের লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন । আজকের এই প্রতিবেদনে আপনারা আপনাদের এলাকার আপনাদের গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের লিস্ট কিভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব ।

  1. 24 PARGANAS (NORTH)
  2. 24 PARGANAS SOUTH
  3. ALIPURDUAR
  4. BANKURA
  5. BIRBHUM
  6. COOCHBEHAR
  7. Darjeeling Gorkha Hill Council (DGHC)
  8. DINAJPUR DAKSHIN
  9. DINAJPUR UTTAR
  10. HOOGHLY
  11. HOWRAH
  12. JALPAIGURI
  13. JHARGRAM
  14. KALIMPONG
  15. MALDAH
  16. MURSHIDABAD
  17. NADIA
  18. PASCHIM BARDHAMAN
  19. PASCHIM MEDINIPUR
  20. PURBA BARDHAMAN
  21. PURBA MEDINIPUR
  22. PURULIA
  23. SILIGURI MAHAKUMA PARISAD

১)‌ আপনি যেই জেলা দেখতে চাইছেন সেই জেলার উপরে ক্লিক করুন।

২) তারপর আপনার সামনে সেই জেলার আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সমস্ত ব্লকের নাম চলে আসবে আপনি যেই ব্লকের দেখতে চাইছেন সেই ব্লক সিলেক্ট করুন ।

wb job card list downloadwb job card list download
wb job card list download

৩) তারপর আপনার সামনে সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত নামে চলে আসবে, আপনি যেই গ্রাম পঞ্চায়েতে দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন।

wb job card list downloadwb job card list download
wb job card list download

৪) তারপর আপনার সামনে এই ধরনের পেজ চলে আসবে এইখানে আপনারা (R1 ) ভেতরে তিন নম্বর পয়েন্ট Job card / Employment Register অপশনে ক্লিক করুন

wb job card list downloadwb job card list download
wb job card list download

) তাহলেই আপনাকে আপনার পঞ্চায়েতের সম্পূর্ণ জব কার্ডের লিস্ট দেখিয়ে দেবে ।

wb job card list downloadwb job card list download
wb job card list download

আরও পড়ুন:- কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে দিবে ২০২৫| krishak bandhu taka kobe dibe

আরও পড়ুন:- আধার কার্ডের সংশোধন এবার বাড়িতে বসেই করুন, নতুন অ্যাপ চালু

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন