আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় রাজ্য সরকারের ১,৬০০ অতিরিক্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ ২০২২ সালের দুটি বিজ্ঞপ্তি খারিজ করে দেয়।
রাজ্য সরকার মে ও অক্টোবর ২০২২ সালে মোট ১,৬০০ সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল। এর মধ্যে কর্মশিক্ষায় ৭৫০ ও শারীরিক শিক্ষায় ৮৫০ পদ ছিল। আজ এই দুটি পদের নিয়োগ প্যানেল খারিজ করে দেয়।
এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ জানায়, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর পদ তৈরি করে নিয়োগ দেওয়া যাবে না। মেয়াদ পার হয়ে যাওয়া ওয়েটিং লিস্ট থেকে এ ভাবে চাকরিও দেওয়া যায় না। যদিও কোর্ট বলে রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না।
প্রসঙ্গত, বিচারপতি বলেন এই পদে কোনও নিয়োগ হবে না। নতুন পদ তৈরি করতে হলে নতুন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। সুপার নিউমেরারি পদের দুর্নীতি ও সিবিআই তদন্ত সংক্রান্ত সব বিষয়ে মামলার নেক্সট শুনানি হবে জানুয়ারি মাসে।
গতকালই হাইকোর্ট প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের নিয়োগ বহাল রাখার রায় দিয়েছে। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীরশিক্ষায় মোট ১৬০০ সুপার নিউম্যরিক পদে ৭৫০ কর্মশিক্ষা ও ৮৫০ শরীরশিক্ষায় নিয়োগের সিধান্ত বাতিল করল হাইকোর্ট।














