Voter List Update: রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ ৫৩ লক্ষ নাম! মৃত ও ভুয়ো ভোটার নিয়ে কমিশনের বড় পদক্ষেপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Voter List Update: নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে ভোটার তালিকা স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এবার পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারদের এক বিশাল অংশ রয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

মৃত ও স্থানান্তরিত ভোটারদের পরিসংখ্যান

কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সবথেকে বেশি নাম বাদ পড়েছে মৃত ভোটারদের। রাজ্যজুড়ে এখনও পর্যন্ত ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নিয়ম মেনেই তাঁদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গিয়েছেন, এমন ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন ভোটার নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন। ফলে পুরনো ঠিকানার ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

‘নিখোঁজ’ ও ‘ভুয়ো’ ভোটার কারা?

তালিকা সংশোধনের এই কর্মযজ্ঞে একটি বড় অংশ জুড়ে রয়েছে ‘নিখোঁজ’ ভোটার। কমিশনের পরিভাষায়, যাঁদের কাছে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু তা পূরণ করে ফেরত আসেনি, তাঁদেরকেই ‘নিখোঁজ’ তকমা দেওয়া হয়েছে। বুথ স্তরের আধিকারিকরা বা বিএলও-রা (BLO) অনেক চেষ্টা করেও এই সমস্ত নাগরিকদের হদিশ পাননি। এই মুহূর্তে রাজ্যে এমন ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ১৬২।

অন্যদিকে, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ‘ডুপ্লিকেট’ বা ভুয়ো ভোটারদের চিহ্নিতকরণও চলছে সমান তালে। এখনও পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন ভুয়ো ভোটারকে শনাক্ত করে তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।

এক নজরে বাদ পড়া ভোটারদের তালিকা

ভোটার তালিকা থেকে বাদ পড়া বিভিন্ন ক্যাটাগরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

ক্যাটাগরি বাদ পড়া ভোটারের সংখ্যা
মৃত ভোটার ২৩,৪৮,০৯৫ জন
স্থানান্তরিত ভোটার ১৮,৫৫,৩০২ জন
নিখোঁজ ভোটার ৯,৪২,১৬২ জন
ভুয়ো ভোটার ১,২২,৩০৩ জন
অন্যান্য ৩১,৮০১ জন

‘অন্যান্য’ তালিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা

মৃত, নিখোঁজ এবং স্থানান্তরিত ছাড়াও ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ৩১ হাজার ৮০১ জনের নাম বাদ পড়েছে। কমিশন মনে করছে, এই ব্যক্তিরা এসআইআর প্রক্রিয়া বা ফর্ম জমা দেওয়ার বিষয়ে উদাসীন ছিলেন। তবে, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। যেহেতু খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে এবং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, তাই এই সংখ্যায় রদবদল হতে পারে। বিশেষ করে যাঁদের বর্তমানে ‘নিখোঁজ’ বলা হচ্ছে, তাঁরা যদি সঠিক নথিপত্র সহ যোগাযোগ করেন, তবে তাঁদের নাম পুনরায় তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় তথ্য আপলোড করার শেষ তারিখ ১১ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন