সার্ভে শুরু আবাস যোজনার! পাবেন ১ লাখ ২০ হাজার টাকা -দেখুন কীভাবে – PM Awas Yojana New 2025

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

PM Awas Yojana New :প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ এবং শহরে এলাকায় সাধারণ পরিবারগুলোকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়, আর সাধারণ নাগরিকদের ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক দুর্নীতির কারণে পুনরায় সার্ভের কাজ শুরু হয়েছে। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম যদি থাকে তাহলে খুব শীঘ্রই তা ভেরিফিকেশন হতে চলেছে।ভেরিফিকেশন এর পর প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আপনার ব্যাংক একাউন্টে ঢুকানো হবে।

মূলত দুই কিস্তির মাধ্যমে এই টাকা দিয়ে থাকেন।সামনের বছর প্রথম লটে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা অনেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় লটের মাধ্যমে বাকি পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হল। তাই যে সমস্ত পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য এটি খুবই সুখবর, এছাড়াও যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজের নাম নথিভুক্ত করেননি, তারা নিম্নে দেওয়া তথ্য অনুসরণ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা:

প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতের একটি সরকারি আবাসন প্রকল্প, যা সবার জন্য মাথার ছাদ (Housing for All) নিশ্চিত করার লক্ষ্যে চালু হয়েছে। এটি শহুরে (Urban) এবং গ্রামীণ (Rural / গ্রাম) উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আপনি পূজনোযোগী বা pucca বাড়ি না রাখেন (অর্থাৎ আগে থেকে পাকা বাড়ি না করেন), তাহলে আপনি PMAY জন্য আবেদন করতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যাদের নাম রয়েছে তাদের সার্ভের কাজ শুরু হলো। এই সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যোগ্য পরিবারের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। এই চূড়ান্ত তালিকার পর নির্দিষ্ট ব্যক্তিদের একাউন্টে গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হবে।

উল্লেখ করার বিষয়, এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়, আর সাধারণ নাগরিকদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। দু কিস্তির মাধ্যমে গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হয়। প্রথম কিস্তিতে অর্থ প্রদানের পর কাজ শুরু করার মুহূর্তে একবার সার্ভে এবং ছবি করে পাঠাতে হয়। পরবর্তীতে সেই সারভের পর পুনরায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়।

কাদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য আবেদনকারী কে অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। পাশাপাশি আবেদনকারী বা পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিতে কর্মরত থাকা যাবে না।আবেদন করতে হলে আপনার পরিচয় প্রমাণ, আয় প্রমাণ, বাড়ি-মালিকানার প্রমাণ (যদি থাকে) ইত্যাদি কাগজ লাগবে। সরকারি তালিকা (beneficiary list) চেক করতে হবে আপনার নাম সেখানে আছে কি না। উক্ত যোগ্যতা যাদের রয়েছে তারা নিম্নলিখিত নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারেন।

অনলাইন আবেদন পদ্ধতি:

অনলাইন আবেদনের জন্য আবেদনকারী কে প্রথমে https://pmaymis.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সিটিজেন অ্যাসেসমেন্টের আওতায় “Benefits on 3 Components” অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর লিখুন এবং আধার বিবরণ যাচাই করে চেকবক্সে ক্লিক করুন। এবার যাচাই হয়ে গেলে ফর্মে দেওয়া তথ্যগুলি পূরণ করুন। তবে মনে রাখবেন, সবকিছু সঠিকভাবেই পূরণ করতে হবে। এরপর সমস্ত বিবরণ পূরণ করার পর নিচে স্ক্রোল করে ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। এটুকু করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন