WBCHSE Exam Update: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় বদল! তিন রঙের প্রশ্নপত্র ও অ্যাডমিট কার্ড নিয়ে নয়া নির্দেশিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WBCHSE Exam Update: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আসন্ন সেমিস্টার এবং বার্ষিক পরীক্ষার নিয়মাবলীতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং পরীক্ষা প্রক্রিয়ায় গতি আনার লক্ষ্যে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের জন্য এই নতুন নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রশ্নপত্রের প্যাকেট বিভাজন এবং উত্তরপত্র লেখার ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ।

প্রশ্নপত্রের প্যাকেটে রঙের সংকেত

পরীক্ষা কেন্দ্রে যাতে প্রশ্নপত্র বিলি করতে কোনোওরকম বিভ্রান্তি না হয়, সেই কারণে এবার প্রশ্নপত্রের প্যাকেটের রঙে বিশেষ বৈচিত্র্য আনা হয়েছে। সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোন সেমিস্টারের বা কোন সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য কী রঙের প্যাকেটে প্রশ্নপত্র পাঠানো হবে। এটি পরীক্ষক এবং ইনভিজিলেটরদের কাজ অনেকটাই সহজ করে দেবে বলে মনে করা হচ্ছে।

কোন পরীক্ষার জন্য কী রঙের প্যাকেট নির্ধারিত হয়েছে, তা নিচের টেবিলে বিস্তারিত দেওয়া হলো:

পরীক্ষার ধরণ/সেমিস্টার প্যাকেটের রঙ
চতুর্থ সেমিস্টার (Semester 4) সাদা (White)
তৃতীয় সেমিস্টার (Semester 3) হলুদ (Yellow)
পুরনো পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নীল (Blue)

অনলাইনে অ্যাডমিট কার্ড পাওয়ার পদ্ধতি

ডিজিটাল ইন্ডিয়ার পথে হেঁটে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাডমিট কার্ড বিতরণের পদ্ধতিতে বড়সড় পরিবর্তন এনেছে। নির্দেশিকা অনুযায়ী, এবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য সরাসরি ফিজিক্যাল অ্যাডমিট কার্ডের বদলে অনলাইন অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেবে। স্কুল কর্তৃপক্ষকে সেই লিঙ্ক ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তা প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। এর ফলে অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া বা সময়মতো না পৌঁছানোর সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষার সময় ও ওএমআর শিট সংক্রান্ত নিয়ম

পরীক্ষার্থীদের সুবিধার্থে সময়ের হিসেবেও কিছুটা রদবদল করা হয়েছে। পরীক্ষার মূল সময় শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এই সময়টি মূলত দুটি কাজের জন্য দেওয়া হবে:

  • ওএমআর (OMR) শিট পূরণ: পরীক্ষার্থীরা যাতে ধীরস্থিরভাবে তাদের নাম, রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওএমআর শিটে পূরণ করতে পারে।
  • রিডিং টাইম: প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেওয়ার জন্য।

এই অতিরিক্ত সময় পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং ভুলভ্রান্তি এড়াতে সাহায্য করবে।

উত্তরপত্রের পৃষ্ঠাসংখ্যায় কড়াকড়ি

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে, তা হলো উত্তরপত্রের আকার। সংসদের নতুন গাইডলাইন অনুযায়ী, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য ২৪ পাতার একটি নির্দিষ্ট খাতা দেওয়া হবে।

সতর্কীকরণ: সংসদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ২৪ পাতার বাইরে পরীক্ষার্থীদের আর কোনও অতিরিক্ত পাতা বা ‘লুজ শিট’ (Loose Sheet) সরবরাহ করা হবে না। অর্থাৎ, পরীক্ষার্থীদের তাদের সমস্ত উত্তর ওই ২৪ পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তাই উত্তর লেখার সময় অহেতুক বড় না করে, টু-দ্য-পয়েন্ট বা যথাযথ উত্তর লেখার অভ্যাস এখন থেকেই শুরু করা প্রয়োজন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন