WBSSC Verification List: শিক্ষক নিয়োগে বড় খবর: আজই প্রকাশ নবম-দশমের তালিকা! ভেরিফিকেশন কবে? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WBSSC Verification List: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের নতুন মোড়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের বহুপ্রতিক্ষিত তালিকা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ অর্থাৎ নির্দিষ্ট দিনেই এই তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। এই খবরের জেরে চাকরিপ্রার্থীদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনই তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে যে সমস্ত ‘যোগ্য’ প্রার্থীরা আইনি জটিলতায় বা অন্য কারণে এতদিন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন, তাঁদের পাশাপাশি নতুন পরীক্ষার্থীদের জন্যও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তালিকা প্রকাশ পেলেও এখনই প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য তোড়জোড় শুরু করতে হবে না। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তালিকা প্রকাশ এবং ভেরিফিকেশন শুরুর মধ্যে সময়ের ব্যবধান থাকবে। এখনই নবম-দশমের প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে না। এর পিছনে একটি নির্দিষ্ট প্রশাসনিক কারণ ও ধাপ রয়েছে যা কমিশন মেনে চলতে চাইছে।

ভেরিফিকেশন প্রক্রিয়া কবে শুরু হবে?

এসএসসি সূত্রে খবর, বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগে উচ্চমাধ্যমিক স্তরের অর্থাৎ একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার ধাপটি সম্পূর্ণ করা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নবম ও দশম শ্রেণির সফল প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। অর্থাৎ, ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান ও তথ্য

এবারের নবম-দশমের নিয়োগ প্রক্রিয়াটি বেশ বড় মাপের হতে চলেছে। শূন্যপদের সংখ্যা এবং পরীক্ষার্থীর অনুপাত বিচার করলে দেখা যায়, প্রতিযোগিতা নেহাত কম নয়। গত ৭ সেপ্টেম্বর এই স্তরের পরীক্ষা শেষ হয়েছিল। তারপর থেকেই ফলাফলের অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ প্রার্থী। নিচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরা হলো:

বিবরণ সংখ্যা/তথ্য
মোট শূন্যপদ ২৩,২১২ টি
মোট পরীক্ষার্থী ২,৯৩,১৯২ জন
পরীক্ষা শেষের তারিখ ৭ সেপ্টেম্বর

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী বর্তমানে ইন্টারভিউ চলছে। কমিশন চাইছে না দুটি বড় নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলি একে অপরের সাথে মিশে যাক বা প্রশাসনিক কোনো জটিলতা তৈরি হোক। তাই একাদশ-দ্বাদশের পর্ব মিটলে তবেই নবম-দশমের পরবর্তী ধাপে হাত দেওয়া হবে।

চাকরিপ্রার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশের পর নিজের নাম বা রোল নম্বর মিলিয়ে দেখার জন্য হাতের কাছে অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় তথ্য রাখা বাঞ্ছনীয়। আজকের এই তালিকা প্রকাশ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিয়োগের জট খোলার পথে আরও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন