ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি (SIR) অনুযায়ী বাড়ি বাড়ি গণনার কাজ গতকাল, বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার আগামী মঙ্গলবার, অর্থাৎ ১৬ই ডিসেম্বর, নির্বাচন কমিশন প্রকাশ করতে চলেছে খসড়া ভোটার তালিকা। এবার দেখার বিষয়— এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা? কিভাবে অনলাইনে চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক।
গত ৪ঠা নভেম্বর থেকে শুরু করে ১১ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিটি বুথ লেভেল আধিকারিক (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম বিতরণ করেন। এরপর ভোটারদের থেকে পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করে তা BLO Mobile App এর মাধ্যমে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করেন। এখন স্বাভাবিকভাবেই সকল ভোটারের মনে একটাই প্রশ্ন—
- খসড়া ভোটার তালিকায় আমার নাম আছে তো?
- আর খসড়া ভোটার তালিকায় নাম থাকলে কিভাবে নাম অনলাইনে চেক করব?
নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, খসড়া ভোটার তালিকায় ভোটারদের নাম রয়েছে কিনা – তা জানা যাবে দুই ভাবে। এক অনলাইনে আর অপর অফলাইনে। ভোটাররা নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল কিংবা সিইও ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে পারবেন। এছাড়াও কমিশনের মোবাইল অ্যাপ ECINET থেকেও সহজেই মোবাইল ফোন দিয়ে খসড়া ভোটার তালিকা দেখা যাবে।
খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন দেখুন – How To Find Name In Draft Roll West Bengal
১) সর্বপ্রথম আপনাকে VOTERS’ SERVICE PORTAL এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর VOTERS’ SERVICE PORTAL এর হোম পেজে থাকা Search Your Name In Draft Roll – এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন, এরপর যে ভোটারের নাম দেখতে চাচ্ছেন যে খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। সেই ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৪) এরপর দেখে নিন আপনার নাম, বিধানসভা নাম, সিরিয়াল নাম্বার ইত্যাদি তথ্য ও স্ট্যাটস কও রয়েছে ইত্যাদি।
West Bengal Voter Draft Roll Name Check Online Link:- Check Now
অফলাইনে খসড়া ভোটার লিস্টে নাম রয়েছে কিনা, কিভাবে জানতে পারবেন?
নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বুথের BLO অর্থাৎ বুথ লেভেল অফিসারকে খসড়া ভোটার তালিকার একটি করে হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা সেখান থেকে সহজেই তাদের নাম চেক করতে পারবেন। এছাড়াও সিইও দফতর রাজ্যের স্বীকৃত ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া ভোটার তালিকা তুলে দেবেন।
যদি কোনো ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, কি কারনে বাদ হয়েছে তার কারণ সহ নির্বাচন কমিশন পৃথকভাবে তালিকা প্রকাশ করবেন। এরপর ভোটাররা যাবতীয় নথি সহকারে দাবি কিংবা অভিযোগ জানাতে পারবেন আগামী ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর সেই সকল ভোটারদের ডাকা হবে উপযুক্ত নথি সহকারে। এর জন্য নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ৭ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত। অবশেষে চুড়ান্ত ভোটার তালিকা কিংবা ফাইনাল ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করবেন ১৪ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে।














