Advance Tax Deadline: ইনকাম ট্যাক্স অ্যালার্ট: ১৫ ডিসেম্বরের মধ্যে এই কাজটি না করলে বড় জরিমানা! কাদের দিতে হবে অগ্রিম কর?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Advance Tax Deadline: আয়করদাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। হাতে আর মাত্র ৩ দিন সময়। এর মধ্যেই সেরে ফেলতে হবে কর সংক্রান্ত এই জরুরি কাজটি। আয়কর দফতরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর অগ্রিম কর বা ‘অ্যাডভান্স ট্যাক্স’ (Advance Tax) জমা দেওয়ার তৃতীয় কিস্তির শেষ তারিখ। আপনি যদি এই সময়সীমার মধ্যে কর জমা না দেন, তবে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করদাতাদের সতর্ক করে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে অগ্রিম কর জমা না পড়লে আয়কর আইনের আওতায় সুদ ও জরিমানা উভয়ই দিতে হবে। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এখনই নিজের করের হিসাব দেখে নিন।

অগ্রিম কর কী এবং কেন দিতে হয়?

সাধারণত আমরা জানি, আর্থিক বছর শেষ হওয়ার পর আয়কর রিটার্ন ফাইল করার সময় কর দিতে হয়। কিন্তু আয়কর আইনের নিয়ম অনুযায়ী, করের টাকা একবারে না দিয়ে কিস্তিতে জমা দেওয়ার সুযোগ থাকে, যাকে ‘Pay as you earn’ বা ‘আয়ের নিরিখে অর্থ প্রদান’ বলা হয়। এটিই হলো অগ্রিম কর। তবে মনে রাখবেন, সমস্ত করদাতার জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। একটি নির্দিষ্ট আয়সীমা পার হলে তবেই এই নিয়ম মানতে হয়।

কাদের দিতে হবে এই অগ্রিম কর?

আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, অগ্রিম কর দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

  • ১০,০০০ টাকার নিয়ম: যদি কোনো করদাতার টিডিএস (TDS) কেটে নেওয়ার পরেও মোট প্রদেয় করের পরিমাণ ১০,০০০ টাকা বা তার বেশি হয়, তবে তাঁকে অবশ্যই অগ্রিম কর দিতে হবে।
  • আয়ের উৎস: বেতনভোগী কর্মচারী, ব্যবসায়ী বা পেশাদার—যেকোনো ব্যক্তিই এই নিয়মের আওতায় পড়তে পারেন, যদি তাঁদের করের অঙ্ক উক্ত সীমা অতিক্রম করে।
  • তৃতীয় কিস্তি: ১৫ ডিসেম্বরের মধ্যে চলতি আর্থিক বছরের (২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ার) মোট আনুমানিক করের অন্তত ৭৫ শতাংশ জমা করতে হবে।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়

ষাটোর্ধ্ব বা প্রবীণ নাগরিকদের জন্য আয়কর আইনে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। যদি কোনো প্রবীণ নাগরিকের ব্যবসা বা পেশা থেকে কোনো আয় না থাকে, অর্থাৎ শুধুমাত্র পেনশন বা সুদের ওপর নির্ভর করে চলেন, তবে তাঁদের এই অগ্রিম কর জমা দিতে হবে না। তাঁরা বছরের শেষে রিটার্ন ফাইলের সময়েই পুরো কর মিটিয়ে দিতে পারেন।

জরিমানা এড়াতে কী করবেন?

১৫ ডিসেম্বরের ডেডলাইন মিস করলে আয়কর বিভাগ কড়া ব্যবস্থা নিতে পারে।

বিষয় বিবরণ
সময়সীমা ১৫ ডিসেম্বর, ২০২৫
প্রদেয় পরিমাণ মোট করের ৭৫ শতাংশ
জরিমানা নির্দিষ্ট সুদের হারে পেনাল্টি চার্জ

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আপনি যদি ১৫ ডিসেম্বরের মধ্যে কর জমা দিতে ভুলে যান, তবে পরবর্তী সময়ে যখন রিটার্ন ফাইল করবেন, তখন বকেয়া করের ওপর মাসিক ভিত্তিতে সুদ গুনতে হবে। এমনকি পুরো কর মিটিয়ে দিলেও এই সুদ থেকে রেহাই পাওয়া যাবে না। তাই অহেতুক আর্থিক ক্ষতি এড়াতে ১৫ ডিসেম্বরের আগেই আপনার বকেয়া অগ্রিম কর মিটিয়ে দিন।

বিঃদ্রঃ: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। কর সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপনার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কর উপদেষ্টার পরামর্শ নিন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন