ক্রিসমাস মানেই আনন্দ, আলো আর পরিবারকে নিয়ে বিশেষ সময় কাটানো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব পালনের ধরনও বদলে যাচ্ছে। ক্রিসমাস ২০২৫ সেই পরিবর্তনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসছে। সাজসজ্জা, উপহার, থিম—সব জায়গাতেই দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া। এ বছর উৎসব উদযাপনে যে ট্রেন্ডগুলো সবচেয়ে বেশি দৃষ্টি কাড়তে চলেছে, সেগুলোর কিছু ঝলক নিচে তুলে ধরা হলো।
প্রথমেই আসি ইকো-ফ্রেন্ডলি ডেকোরেশনের কথায়। ২০২৫ সালে পরিবেশবান্ধব চিন্তাধারা মানুষের মধ্যে আরও গভীরভাবে পৌঁছে গেছে। তাই পলিথিন বা প্লাস্টিকের সাজিয়ের বদলে বেশি জনপ্রিয় হচ্ছে বাঁশ, কাঠ, পুনর্ব্যবহৃত কাগজ, জুট এবং প্রাকৃতিক আলো দিয়ে তৈরি সজ্জা। এমনকি ক্রিসমাস ট্রিও দেখা যাচ্ছে—লাইভ পটেড ট্রি, যাকে পরে বাগানে রোপণ করা যায়।
এবারের বড় ট্রেন্ড হচ্ছে স্মার্ট লাইটিং। IoT-enabled LED লাইটের মাধ্যমে মানুষ এখন মোবাইলে বসে আলোর রং, প্যাটার্ন, এমনকি মিউজিক সিঙ্কও নিয়ন্ত্রণ করতে পারছে। ফলে ঘরের সাজসজ্জা শুধু সুন্দরই নয়, আরও আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠছে।
এছাড়া ২০২৫ সালে খুব জনপ্রিয় হচ্ছে মিনিমালিস্ট ক্রিসমাস থিম। অনেকেই এখন কম রং, সিম্পল ডিজাইন এবং ন্যাচারাল টোনের দিকে ঝুঁকছে। সাদা, উড-ব্রাউন, ফরেস্ট-গ্রীন—এই তিন রঙের কম্বিনেশনকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। এতে ঘর দেখতে হয়তো কম ঝলমলে, কিন্তু মার্জিত ও শান্তিপূর্ণ লাগে—একেবারে আধুনিক রুচির সঙ্গে মানানসই।
আরেকটি বড় পরিবর্তন এসেছে ডিজিটাল ডেকোরেশনে। অনেকেই এখন ভার্চুয়াল উইশ কার্ড, অ্যানিমেটেড ওয়াল প্রজেকশন, আর স্মার্ট স্ক্রিনে থিমেটিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে। এতে খরচ কম, আবার পরিবেশবান্ধবও।
শেষ কথা—ক্রিসমাস ২০২৫ আমাদের সামনে এমন এক ছবি তুলে ধরছে যেখানে ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ভাবনা সুন্দরভাবে মিলেমিশে গেছে। নতুন এই ট্রেন্ডগুলো শুধু বাড়িকে সাজায় না, আমাদের উৎসবের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে।














