খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামীকাল – West Bengal Voter Draft Roll PDF Download Process

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কাজ শেষ হয় ১১ ডিসেম্বর। আগামীকাল মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
জানা গেছে, বুথ লেভেল অফিসার ও অনলাইনে একযোগে এ তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর পাশাপাশি ভোটার তালিকায় নতুন নাম তোলার কাজ শুরু করবে। যদিও এস‌আইআর কাজ শুরু হবার দিন থেকেই রাজ্যের সমস্ত ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছিল। এবার আবার শুরু হচ্ছে নতুন নাম তোলার কাজ। অর্থাৎ ৬ নম্বর ফর্ম পূরণ করে নাম তোলার আবেদন করা যাবে।

খসড়া প্রকাশের পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

এস‌আইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসারেরা এনুমারেশন ফর্ম বিলি করে। প্রথমে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমার সময়সীমা থাকলেও পরে তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়।

বর্তমানে সেই জমা পড়া ফর্মগুলি যাচাইয়ের কাজ চলছে। সেই যাচাইয়ের ভিত্তিতেই আগামীকাল ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ভোটাররা বিভিন্ন ক্যাটাগরিতে খসড়া তালিকা দেখতে পাবেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার। যারা ফর্ম জমা দিয়েছেন, তাদের নাম তালিকায় থাকবে। মৃত বা ভুয়ো ভোটার এবং অন্যান্য কারণে বাদ পড়া নাম আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে কমিশন সূত্রে। এছাড়াও এই খসড়া তালিকায় কাদের নাম বাদ পড়বে আর সেই সংখ্যাটা কত তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়, রাজ্যে এস‌আইআর‌ শুরু কাল সময়ে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন । কমিশনের তরফে প্রতিটি ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয় এবং বিএলও-রা সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেন। রবিবার পর্যন্ত প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ফলে প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে।

খসড়া তালিকা নাম কিভাবে দেখবেন জানুন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন জেনে নিন। নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী বলা হয়েছে, খসড়া তালিকা প্রকাশ করার পর বিএল‌ও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে সেই খসড়া প্রতিলিপি থাকবে অথবা আপনি নিজেই অনলাইনে ECINET অ্যাপ বা voters.eci.gov.in -এ থাকা ভোটার তালিকা থেকে দিয়ে দেখে নিতে পারবেন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন