West Bengal Voter Draft Roll PDF Download: পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক খসড়া ভোটার লিস্ট নাম চেক ও PDF ডাউনলোড কিভাবে, দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আগামীকাল প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা (West Bengal Voter Draft Roll 2026)। এই তালিকায় আপনার এবং পরিবারের অন্যান্য ভোটারদের নাম রয়েছে কিনা তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খসড়া ভোটার তালিকার ভিত্তিতেই ফাইনাল ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। আর এই খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।

যদি খসড়া ভোটার তালিকায় কোনো ভোটারের নাম না থাকে, তাহলে ১৫ই জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দাবি জানতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া কোনো ভোটার নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না জানিয়ে থাকে, তাহলে সেই ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List 2026 West Bengal) অন্তর্ভুক্ত হবে না। এর ফলে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হারিয়ে ফেলবেন সংশ্লিষ্ট ভোটার, এছাড়াও ভোটার কার্ডের মাধ্যমে পাওয়া সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে পারে।

নির্বচন কমিশনের তরফ থেকে তাই বারংবার বলা হচ্ছে, সকল ভোটারকে তাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নিতে। আপনি যদি ভোটার এসআইআর গণনা ফর্ম অনলাইন কিংবা অফলাইন জমা করে থাকেন তাহলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে। তবে যাদের নাম উঠবে না, কেন খসড়া তালিকা থেকে বাদ গেলো সেই কারন সহ লিস্ট ও প্রকাশ করবেন কমিশন।

পশ্চিমবঙ্গের সকল ভোটারদের সুবিধার্থে জেলা ভিত্তিক খসড়া ভোটার তালিকার ডাউনলোড লিংক (Voter List PDF Download) দেওয়া হয়েছে। নির্দিষ্ট লিংকে ক্লিক করে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আগামী ১৬ই ডিসেম্বর থেকে ভোটার কার্ড নম্বর ব্যবহার করে খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা সহজেই যাচাই করা যাবে।

এছাড়াও ভোটার সার্ভিস পোর্টাল ও CEO West Bengal এর অফিসিয়াল পোর্টাল থেকে বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকার PDF ডাউনলোড (Voter List Pdf Download) করে দেখে নিতে পারবেন আপনার এলাকার কোন কোন ভোটারের নাম তালিকায় রয়েছে এবং কাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

খসড়া ভোটার তালিকায় কিভাবে নিজের নাম খুঁজবেন, চলুন দেখে নেওয়া যাক

  • সর্বপ্রথম নিচে উল্লেখিত জেলা তালিকা থেকে আপনার জেলা নির্বাচন করুন। এরপর জেলার পাশে থাকা Download অপশনে ক্লিক করুন।
  • এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজ খুলে যাবে, যেখানে West Bengal Voter Draft Roll Name Check অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে নিজের ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সার্চ করলে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা জানা যাবে।
  • এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালে থাকা Voter Draft Roll PDF Download অপশনে ক্লিক করে বিধানসভা ও ভোটকেন্দ্র ভিত্তিক খসড়া ভোটার তালিকার PDF ডাউনলোড করে দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক খসড়া ভোটার লিস্টে নাম চেক ও PDF Download পোর্টাল লিংক

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন