Jio New Year Offer 2026: কিছুদিনের মধ্যে নতুন বছর শুরু হতে চলেছে, সেই উপলক্ষে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল জিও ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান। ৯০ দিনের বৈধতা যুক্ত জিওর এই প্লানের মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পেয়ে যাবেন। যে সমস্ত গ্রাহকদের অতিরিক্ত ইন্টারনেট প্রয়োজন রয়েছে তাদের জন্য জিওর উক্ত প্লান যথেষ্ট সহায়ক। কারণ এই প্লানের মাধ্যমে জিও গ্রাহকদের অতিরিক্ত হাই স্পিড ডাটা প্রদান করা হয়। হাই স্পিড ডাটা প্রদানের পাশাপাশি ৯০ দিনের প্লানে আপনারা ২০০ GB হাই স্পিড ডেটা পেয়ে যাবেন।
এছাড়াও রয়েছে একাধিক সাবস্ক্রিপশন সুবিধা। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা 35,100 টাকা পর্যন্ত দামের সুবিধাও পাবেন। তাই যে সমস্ত জিওগ্রাহকেরা নতুন বছরের শুরুতে জিও নতুন এই প্লান গুলোর সুবিধা গ্রহণ করতে চান তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে আমরা জিওর নতুন ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি।
রিলায়েন্স জিও:
রিলায়েন্স জিও (Reliance Jio) হলো ভারতের একটি প্রধান টেলিযোগাযোগ ও ডিজিটাল সার্ভিস প্রদানকারী কোম্পানি। এটি Reliance Jio Infocomm Limited নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি, যা Reliance Industries Limited (RIL)-এর আওতায় পরিচালিত হয়। Jio মূলত একটি টেলিকম কোম্পানি, যা মোবাইল নেটওয়ার্ক (4G/5G), ইন্টারনেট ডেটা, ভয়েস কল, SMS সহ বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রদান করে। এটি ভারতের অন্যতম বড় ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এবং বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ডেটা অপারেটর হিসেবে অবস্থান করছে। বর্তমান Jio নতুন Happy New Year 2026 প্ল্যান প্রকাশ করেছে, যেখানে 5G ডেটা, OTT সুবিধা এবং Google Gemini Pro AI সহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো 90 দিনের সস্তা দামের 899 টাকার রিচার্জ প্ল্যান।
জিও প্লানের সুবিধা:
ভারতীয় জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো রিলায়েন্স জিও। বর্তমানে নতুন বছর উপলক্ষে জিওর তরফে একাধিক নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো ৮৯৯ টাকা রিচার্জ প্লান। এই জিও প্ল্যান এর মাধ্যমে নিম্নলিখিত সুবিধা প্রদান করা হয়।
১. ভারতজুড়ে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা।
২. বিনামূল্যে নেশনাল রোমিং কল সুবিধা।
৩. জিও ইউজার প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা।
৪. হাই স্পিড ডেটা এবং 20GB অতিরিক্ত ডেটা।
৫. এছাড়াও রয়েছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা।
৬. Jio AI ক্লাউডে 50GB স্টোরেজ।
৭. Jio TV অ্যাপ সুবিধা।
৮. প্রতিদিন 100টি করে বিনামূল্যে SMS প্যাক।
৯. Google Gemini Pro তে বিনামূল্যে সাবস্ক্রিপশন।
১০. উক্ত প্লান এর 90 দিনের ভ্যালিডিটি প্রভৃতি।
জিওর ৮৯৯ টাকার জনপ্রিয় প্ল্যানটির মাধ্যমে মোবাইল ইউজারেরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধা। উক্ত প্ল্যানের ভেলিডেটি 90 দিনের জন্য উপলব্ধ রয়েছে। এছাড়া জিও আরেকটি সস্তা 84 দিনের প্ল্যানও রয়েছে, যা গ্রাহকদের ভারতজুড়ে আনলিমিটেড ফ্রি কলিং, বিনামূল্যে নেশনাল রোমিং, প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 বিনামূল্যে SMS অফার প্রদান করে। এই জিও প্রিপেইড প্ল্যানের দাম মাত্র 859 টাকা। এই প্ল্যানের গ্রাহকরা Google Gemini Pro, Google AI Cloud এবং Jio TV-তেও অ্যাক্সেস সুবিধা পাবেন। তাই যে সমস্ত জিও গ্রাহকেরা উক্ত প্লানের সুবিধা পেতে চান তারা নিকটবর্তী jio স্টোর সাথে যোগাযোগ করুন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














