WB 8th Pass Job 2026: রাজ্যে অষ্টম শ্রেণি পাশে চাকরি ২০২৬, লিখিত পরীক্ষা ছাড়াই, দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে চাকরির সুবর্ণ সুযোগ।  ইতিমধ্যেই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা, এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদনযোগ্য।

তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে আবেদন করবেন এই পদে, কোথায় হবে ইন্টারভিউ, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কত থাকবে, আবেদন করার জন্য বয়স কি চাওয়া হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে এই প্রতিবেদনের মধ্যে।

বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে কর্মবন্ধু (Karmabandhoo) পদে।  আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করা যাবে।  এছাড়াও এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।

কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগে থেকে আবেদন করতে হবে না।  সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্টস আসল ও জেরক্স, অবশ্যই জেরক্সে নিজের সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।  কর্মবন্ধু পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে পাঁচ হাজার টাকা করে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হুগলি জেলার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।  এছাড়াও সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন ফর্ম ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও তা সহজেই ডাউনলোড করতে পারবেন।  এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সহকারে English Department, District Judges’ Court, Hooghly এই ঠিকানায় উপস্থিত হতে হবে ১৭/০১/২০২৬ তারিখে সকাল ১১ টার দিকে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।

West Bengal Karmabandhoo Recruitment Notification 2026:- Download 

West Bengal Karmabandhoo Application Form Download:- Download Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন