January 2026 Free Ration Chart West Bengal: নতুন বছরে ২০২৬, জানুয়ারি মাসে কোন জেলায় কোন কার্ডে কত কেজি চাল, গম/আটা, চিনি – নতুন বরাদ্দ লিস্ট দিলো – দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

নতুন বছরে রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এনেছে সরকার।  ২০২৬ জানুয়ারি মাস থেকে বিভিন্ন রেশন কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন করা হয়েছে।  ফলে অনেক গ্রাহক আগের তুলনায় বেশি আবার কেউ কেউ কম পরিমাণে চাল, আটা বা গম পাবেন।

আপনার কাছে যদি RKSY-1, RKSY-2, AAY, SPHH অথবা PHH রেশন কার্ড থাকে, তাহলে অবশ্যই জেনে নিন নতুন বছরে কোন কার্ডে কত কেজি করে চাল, আটা/গম ও চিনি দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নতুন রেশন লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে—

  • কোন কার্ডে কত কেজি করে চাল
  • কত কেজি আটা/গম
  • এছাড়াও কোন কার্ডে কত কেজি চিনি দেওয়া হবে

শুধু তাই নয়, জেলা ভিত্তিক রেশন সামগ্রী বণ্টনের তালিকাও প্রকাশিত হয়েছে, যাতে গ্রাহকরা সহজেই জানতে পারেন তাঁদের এলাকায় কীভাবে রেশন বিতরণ হবে।  তাহলে চলুন দেখে নেওয়া যাক, নতুন বছরে (২০২৬) আপনার রেশন কার্ডে কী পরিবর্তন হলো এবং কোন কার্ডে কত কেজি করে খাদ্যশস্য পাবেন।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর – হুগলি জেলা

১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
চাল: প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
আটা: প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।
চিনি: প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি দরে।

২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)
চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
আটা: প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)
চাল: প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)
চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
বিশেষ দ্রষ্টব্য:
সিংগুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ: চাল প্রতি মাসে কুপন/কার্ড প্রতি ১৬ কেজি বিনামূল্যে।
ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর – সাধারণ পরিমাণ ও দর – SR Area (KMC, বিধাননগর, হাওড়া, হুগলি, আসানসোল, ব্যারাকপুর রেশনিং অঞ্চল)

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

  • ​চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে
  • ​গম প্রতি মাসে পরিবার প্রতি ২০ কেজি বিনামূল্যে
  • ​চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH

  • চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে
  • গম প্রতি মাসে কার্ড প্রতি ৩ কেজি বিনামূল্যে

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

  • ​চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II

  • চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাপ ও দর – আলিপুরদুয়ার

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে
২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে
৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে

অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে
২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

​টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ

​ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দের
​চাল কার্ড প্রতি ১১ কেজি বিনামূল্যে

​চা-বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ

  • ​AAY পরিবার – প্রতি পরিবারকে ১৫ কেজি চাল এবং ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে
  • ​RKSY I পরিবার – প্রতি পরিবারকে ৩৫ কেজি চাল বিনামূল্যে

আগামী জানুয়ারী ২০২৬ থেকে SR Area এবং Special প্যাকেজ এর আওতাভুক্ত অঞ্চল বাদে রাজ্যের অন্য অঞ্চলের রেশন কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমান –

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

  • ​চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
  • ​আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম প্যাকেট) বিনামূল্যে
  • ​চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH

  • চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
  • আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I

  • চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

  • ​চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

জানুয়ারি , ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাপ ও দর – পার্বত্য অঞ্চল – কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক , কার্শিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চল

​অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
​(পরিবারের সদস্য সংখ্যা তিন বা তার কম হলে)
​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।
৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে।

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ প্যাকেজ (স্বাভাবিক প্রাপ্যের অতিরিক্ত বরাদ্দ)

​AAY পরিবার — তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য ১১ কেজি চাল প্রতি মাসে বিনামূল্যে।

RKSY I পরিবার – চাল প্রতি মাসে কার্ড প্রতি অতিরিক্ত ৬ কেজি বিনামূল্যে।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর – উত্তর ২৪ পরগনা

১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
​চাল: প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
​আটা: প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে।
​চিনি: প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি দরে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
​আটা: প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে।

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

চাল: প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

​আয়লা প্যাকেজ ​(উত্তর ২৪ পরগনার আয়লা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ: হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালি ১ এবং সন্দেশখালি ২ ব্লকের অংশ)

​চাল: প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি ১৬ কেজি বিনামূল্যে।
​ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর – দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
​১।  চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
​২।  আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।
​৩।  চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
​২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)
​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

​চা-বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ

​AAY পরিবার: প্রতি পরিবারকে ১৫ কেজি চাল এবং ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।
​RKSY I পরিবার: প্রতি পরিবারকে ৩৫ কেজি চাল বিনামূল্যে।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

দক্ষিণ ২৪ পরগণা

১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

  • চাল: প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
  • আটা: প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকট) বিনামূল্যে।
  • চিনি: প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি দরে।

২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

  • চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
  • আটা: প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

  • চাল: প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

  • চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

আয়লা প্যাকেজ

(দক্ষিণ ২৪ পরগণার আইলা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ: ক্যানিং ১, বাসন্তী, গোসাবা, মথুরাপুর ২, জয়নগর ২, কুলতলী, পাথরপ্রতিমা, নামখানা, সাগর ও কাকদ্বীপ ব্লকের অংশ)

  • চাল: প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি ১৬ কেজি বিনামূল্যে।
  • দ্রষ্টব্য: ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত।

​জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা

​(দুবরাজপুর, খয়রাশোল, মোহাম্মদ বাজার, মুরারই ১, নলহাটি ১, রাজনগর, রামপুরহাট ১ – ব্লকের আংশিক)

​অস্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।

২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি।

৪। তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে ১১ কেজি চাল বিনামূল্যে।

​অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে।

৩। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে।

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

২। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে।

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

জানুয়ারি , ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় (রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, সিমলাপাল)

​অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।

২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৭৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি।

৪। তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে ১১ কেজি চাল বিনামূল্যে।

​অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৭৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে।

৩। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে।

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

২। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে।

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায়

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে

৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায়

​(আরশা, বাঘমুন্ডি, বলরামপুর, বড়বাজার, বান্দোয়ান, ঝালদা ১, ঝালদা ২, মানবাজার ২)

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

  • ​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে
  • ​২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে
  • ​৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি
  • ​৪। তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে ১১ কেজি চাল বিনামূল্যে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

  • ​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে
  • ​২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে
  • ​৩। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

  • ​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে
  • ​২। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

  • ​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​ঝাড়গ্রাম (জঙ্গলমহল) এলাকায়

​(বিনপুর ১, বিনপুর ২, গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, জামবনি, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম (M), নয়াগ্রাম, সাঁকরাইল)

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে

৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি

৪। তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে ১১ কেজি চাল বিনামূল্যে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে

৩। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে

২। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

​পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় (গড়বেতা ২, মেদিনীপুর সদর, শালবনি)

​অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

​১। চাল প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৭৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে

৩। চিনি প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা / কেজি

৪। তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে ১১ কেজি চাল বিনামূল্যে।

​অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

২। আটা প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৭৫০ গ্রাম / প্যাকেট) বিনামূল্যে

৩। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে

২। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি ৬ কেজি বিনামূল্যে

​রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

​১। চাল প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে

জানুয়ারি, ২০২৬ থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর

বাঁকুড়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায়

​১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

  • ​১। চাল: প্রতি মাসে পরিবার প্রতি ১৫ কেজি বিনামূল্যে।
  • ​২। আটা: প্রতি মাসে পরিবার প্রতি ২০ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।
  • ​৩। চিনি: প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি, ১৩.৫০ টাকা/কেজি দরে।

​২. অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ (PHH & SPHH)

  • ​১। চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।
  • ​২। আটা: প্রতি মাসে কার্ড প্রতি ৩ প্যাকেট (৯৫০ গ্রাম/প্যাকেট) বিনামূল্যে।

​৩. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I)

  • ​১। চাল: প্রতি মাসে কার্ড প্রতি ৫ কেজি বিনামূল্যে।

​৪. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)

  • ​১। চাল: প্রতি মাসে কার্ড প্রতি ২ কেজি বিনামূল্যে।

All Others District –  কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে কত কেজি করে খাদ্য সামগ্রী পাওয়া যাবে আগামী জানুয়ারি ২০২৬ মাস থেকে –

~সম্পূর্ণ বিনামূল্যে জানুয়ারি ২০২৬ নতুন রেশন সামগ্রী চার্ট~

 

ক্রমিক নং ক্যাটাগরি (কার্ড ধরন) খাদ্যসামগ্রী আগের পরিমাণ জানুয়ারি ২০২৬ পরিমাণ
AAY
অন্ত্যোদয় অন্ন যোজনা (পরিবার পিছু)
চাল ২১ কেজি (পরিবার পিছু) ১৫ কেজি (পরিবার পিছু)
গম / আটা ১৪ কেজি / ১৩ কেজি ৩০০ গ্রাম (পরিবার পিছু) ২০ কেজি / ১৯ কেজি (পরিবার পিছু)
PHH
অগ্রাধিকার প্রাপ্ত (মাথাপিছু)
চাল ৩ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)
গম / আটা ২ কেজি / ১ কেজি ৯০০ গ্রাম (মাথাপিছু) ৩ কেজি / ২ কেজি ৮৫০ গ্রাম (মাথাপিছু)
SPHH
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (মাথাপিছু)
চাল ৩ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)
গম / আটা ২ কেজি / ১ কেজি ৯০০ গ্রাম (মাথাপিছু) ৩ কেজি / ২ কেজি ৮৫০ গ্রাম (মাথাপিছু)
RKSY-1
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা
চাল ৫ কেজি (মাথাপিছু) ৫ কেজি (মাথাপিছু)
RKSY-2
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা
চাল ২ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন