IRCTC New Rules: ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের অনলাইন টিকিট বুকিং প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে শীঘ্রই নতুন নিয়ম কার্যকর করা হবে। ২০২৬ সালের শুরু থেকেই এই নতুন নিয়মাবলী চালু হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি রেল যাত্রীর ওপর।
অনলাইনে টিকিট কাটতে আধার বাধ্যতামূলক
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আগামীতে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং শুধুমাত্র আধার-যাচাইকৃত (Aadhaar-verified) IRCTC অ্যাকাউন্টের মাধ্যমেই সম্ভব হবে। অর্থাৎ, যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা আর আগের মতো সহজে টিকিট কাটতে পারবেন না।
নতুন নির্দেশিকা অনুসারে:
- ৫ জানুয়ারি, ২০২৬ থেকে: সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র আধার লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকেই টিকিট বুক করা যাবে।
- ১২ জানুয়ারি, ২০২৬ থেকে: এই নিয়ম আরও কঠোর করা হবে। ওই দিন থেকে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ পুরো দিনের জন্যই আধার আইডি ছাড়া অনলাইন টিকিট বুকিং আর সম্ভব হবে না।
তবে স্বস্তির খবর হলো, এই নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিং বা ই-টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য। স্টেশনে গিয়ে পিআরএস (PRS) কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি।
ভুয়ো অ্যাকাউন্ট রুখতে কড়া পদক্ষেপ
কেন হঠাৎ এই কঠোর সিদ্ধান্ত নিল রেল? রেলওয়ে সূত্রে খবর, টিকিট কালোবাজারি এবং ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক নির্মূল করতেই এই পদক্ষেপ। অনেক অসাধু চক্র ভুয়া আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করে তৎকাল এবং সাধারণ টিকিট বেআইনিভাবে বুক করে নিত।
- ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ভুয়া আইআরসিটিসি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
- আরও ৩ কোটি সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে এবং সেগুলি বন্ধ করার প্রক্রিয়া চলছে।
- সব মিলিয়ে মোট ৬ কোটি ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল।
রিজার্ভেশন চার্ট ও অগ্রিম বুকিংয়ে বদল
নতুন নিয়মের প্রভাবে ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে চার্ট তৈরির সময় এগিয়ে আনা হয়েছে।
নতুন সময়সূচি নিচে দেওয়া হলো:
| ট্রেন ছাড়ার সময় | প্রথম চার্ট তৈরির সময় |
|---|---|
| ভোর ০৫:০১ থেকে দুপুর ০২:০০ পর্যন্ত | আগের দিন রাত ০৮:০০ টার মধ্যে |
| দুপুর ০২:০১ থেকে রাত ১১:৫৯ এবং রাত ১২টা থেকে ভোর ০৫টা পর্যন্ত | যাত্রার অন্তত ১০ ঘণ্টা আগে |
এর পাশাপাশি, অগ্রিম টিকিট বুকিং বা অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP)-এর সময়সীমাও কমানো হয়েছে। আগে যা ছিল ১২০ দিন, তা কমিয়ে বর্তমানে ৬০ দিন করা হয়েছে। আধার যাচাইকরণের সময়সীমাতেও কিছু পুনর্বিন্যাস করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের পরামর্শ, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে টিকিট বুকিং সংক্রান্ত সমস্যা এড়াতে যাত্রীরা যেন দ্রুত তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেন।














