SSC SLST Notice: এসএসসি এসএলএসটি নিয়োগ: ইন্টারভিউয়ের দিনক্ষণ ও কাট-অফ প্রকাশ করল কমিশন, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC SLST Notice: ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) একাদশ-দ্বাদশ (11-12) স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এসএলএসটি (SSC SLST) সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি এবং প্রার্থী তালিকা আপলোড করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নোটিফিকেশনের প্রেক্ষাপট ও যোগ্যতার মাপকাঠি

কলকাতা হাইকোর্টের নির্দেশ (MAT Number 215/2025, তারিখ: ১৬.০১.২০২৫)-এর ওপর ভিত্তি করে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই নির্দিষ্ট ধাপে সেই সমস্ত প্রার্থীরাই সুযোগ পেয়েছেন যারা আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দাবি পেশ করেছিলেন। মূলত তিনটি শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে:

  • যে সকল পরীক্ষার্থী ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ২:৩০ মিনিটের মধ্যে রিট পিটিশন দাখিল করেছিলেন।
  • যাদের ১৭ জানুয়ারি ২০২৫ রাত ৮:৩০ টা পর্যন্ত নিজেদের ক্যাটাগরি (এসসি, এসটি, পিএইচ ইত্যাদি) আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল।
  • যারা সফলভাবে নথিপত্র আপলোড করেছিলেন এবং ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন।

ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার পর, যে সমস্ত প্রার্থী প্রয়োজনীয় কাট-অফ নম্বর অর্জন করতে পেরেছেন এবং যোগ্য বা ‘এলিজিবল’ হিসেবে বিবেচিত হয়েছেন, শুধুমাত্র তাদেরই পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনের সময়সূচী

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের আগামী ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনের জন্য উপস্থিত থাকতে হবে।

  • ভেনু: ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (সেকেন্ড অফিস), ডিকে ৭/২, সল্টলেক সেক্টর ২, কলকাতা – ৭০০০৯১ (আনন্দলোক হসপিটালের পাশে)।
  • ইন্টিমেশন লেটার: প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।

বিষয়ভিত্তিক শিডিউল

ইন্টারভিউ প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কমিশন বিষয়গুলিকে দুটি অর্ধে ভাগ করেছে। সমস্ত বিষয়ের ইন্টারভিউ একই দিনে অর্থাৎ ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

রিপোর্টিং সময় (Reporting Time) বিষয় (Subjects)
সকাল ১০:৩০ টা বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, ফিজিক্স, সংস্কৃত, এডুকেশন, হোম সায়েন্স ইত্যাদি।
দুপুর ১:৩০ টা তালিকায় উল্লিখিত পরবর্তী অংশের বিষয়সমূহ (সেকেন্ড হাফ)।

প্রার্থী তালিকা ও কাট-অফ মার্কস সংক্রান্ত তথ্য

প্রকাশিত তালিকায় মোট ৪৮ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রায় ২০০-২৫০ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কাট-অফ মার্কস ক্লিয়ার করতে না পারার কারণে বহু প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন।

কাট-অফ মার্কসের কিছু উদাহরণ:

  • হিস্ট্রি: ৭০ (রিটেন ৬০ + অ্যাকাডেমিক ১০)
  • জিওগ্রাফি (SC): ৬৫
  • এডুকেশন (SC): ৫৮
  • পলিটিক্যাল সায়েন্স (SC): ৫৯
  • সোশিওলজি (SC – Female): ৬২
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন: ৩৬

তালিকায় মূলত এসসি (SC), এসটি (ST) এবং পিএইচ (PH) ক্যাটাগরির প্রার্থীদের আধিক্য দেখা গেছে, যার মধ্যে অনেকেই পূর্বে জেনারেল ক্যাটাগরিতে ছিলেন এবং পরবর্তীতে ক্যাটাগরি আপডেট করেছেন। এই ৪৮ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনের পারফর্মেন্সের ওপর নির্ভর করবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন