Mohammed Shami: SIR শুনানিতে ডাক পেলেন ক্রিকেটার মহম্মদ শামি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

এবার শিরোনামে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।  ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হয়েছে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।  এবং তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্কের তর্জা।

দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ থেকে মহম্মদ শামির নামে নোটিস জারি হয়েছে বলে জানান কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস।  তিনি বলেন শুধু শামি নন, তাঁর ভাই মহম্মদ কইফকেও শুনানিতে ডাকা হয়েছে।

যে ব্যাক্তির পরিচয় আন্তর্জাতিক স্তরে হ‌ওয়ার সত্ত্বেও যেতে হবে এস‌আইআ এর শুনানিতে। যে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে এতদিন প্রতিনিধিত্ব করে আসছেন তাঁকেও শুনানিতে ডাকা হয়েছে।  তাহলে কি তিনি এদেশের নাগরিক নয় থেকে যাচ্ছে এ প্রশ্ন?

জানা গিয়েছে, এনুমারেশন ফর্মে ম্যাপিং সংক্রান্ত কিছু জটিলতার কারণেই শামি ও তাঁর ভাইকে শুনানিতে ডাকা হয়েছে।  এছাড়াও শামির শুনানির দিন ধার্য হয়ে গেছে ৯ ও ১১ জানুয়ারি।  যদিও উক্ত সময়ে শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না মহম্মদ শামি।  সূত্রের খবরের মাধ্যমে জানা গিয়েছে, রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় তিনি কলকাতায় আসতে পারবেন না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন