TET Data Update: রাজ্যের শিক্ষক মহলে ফের তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষকদের পেশাগত যোগ্যতার তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। মূলত, শিক্ষকদের টেট (TET) বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাসের তথ্য সংগ্রহের জন্য এবার ‘উৎসশ্রী’ পোর্টালকে ব্যবহার করা হচ্ছে। এই নতুন প্রক্রিয়ায় শিক্ষকদের প্রোফাইলে নির্দিষ্ট তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই তথ্য সংগ্রহের উদ্যোগ?
সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির মূল প্রতিপাদ্য বিষয় হলো রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের টেট যোগ্যতা যাচাই করা। বিশেষত, ২০১১ সালের আগে এবং পরে নিযুক্ত শিক্ষকদের মধ্যে কতজন টেট উত্তীর্ণ, তার একটি সুস্পষ্ট পরিসংখ্যান তৈরি করতে চাইছে কেন্দ্র।
আগামী ১৬ই জানুয়ারি ২০২৬-এর মধ্যে এই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সময়সীমা অনেকটা দূরে মনে হতে পারে, তবুও রাজ্য সরকার কালবিলম্ব না করে এখন থেকেই তথ্য ভাণ্ডার তৈরির কাজে হাত দিয়েছে। পাশাপাশি, যাঁদের টেট যোগ্যতা নেই, তাঁদের বিষয়ে আইনি কী পদক্ষেপ বা সুরাহা হতে পারে, তাও এই নির্দেশিকায় খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
উৎসশ্রী পোর্টালে কী পরিবর্তন এসেছে?
রাজ্যের শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টাল ‘উৎসশ্রী’-তে এই নতুন তথ্য সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পোর্টালের ব্যাক-এন্ডে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের সেকশনে নতুন অপশন যুক্ত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বা এসআই অফিস থেকে এই তথ্য আপডেট করতে হবে।
তথ্য আপডেটের পদ্ধতি নিচে আলোচনা করা হলো:
- লগ-ইন প্রক্রিয়া: বিদ্যালয় স্তরের জন্য ‘স্কুল এন্ড’ (School End) এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ‘এসআই এন্ড’ (SI End) ব্যবহার করে পোর্টালে প্রবেশ করতে হবে।
- ডিরেক্টরি নির্বাচন: ড্যাশবোর্ডে প্রবেশের পর ‘Master Directory Management’ মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘Edit Employee Profile After Finalization’ অপশনটি বেছে নিতে হবে।
- কর্মচারী নির্বাচন: নির্দিষ্ট শিক্ষকের নামের পাশে থাকা ‘Personal Details’ সেকশনের ‘Edit’ বাটনে ক্লিক করতে হবে।
নতুন কী কী তথ্য দিতে হবে?
এডিট অপশনে ক্লিক করার পর পেজের একদম নিচের দিকে দুটি নতুন ফিল্ড বা ঘর দেখা যাবে:
১. Whether TET Qualified (CTET/STET): এখানে শিক্ষক টেট উত্তীর্ণ কি না, তা ‘Yes’ অথবা ‘No’ অপশনের মাধ্যমে জানাতে হবে। রাজ্য স্তরের টেট বা কেন্দ্রীয় সিটেট (CTET)—যেকোনো একটি পাস করলেই ‘Yes’ নির্বাচন করতে হবে।
২. Passing Year: যদি উত্তর ‘Yes’ হয়, তবে পাশের সালটি উল্লেখ করতে হবে।
রাজ্য শিক্ষা দপ্তরের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরবর্তীকালে কোনো আইনি জটিলতা এড়াতে এবং কেন্দ্রীয় নির্দেশিকা সঠিকভাবে পালন করতে এই তথ্যভাণ্ডার বিশেষ ভূমিকা পালন করবে।














