RBI Recruitment 2026: মাধ্যমিক পাশ করলেই এবার রিজার্ভ ব্যাঙ্কে চাকরি, মাসিক বেতন ৪৬,০২৯ টাকা জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই মিলবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে (RBI) চাকরির সুযোগ।  অ্যাটেনডেন্ট পদে মোট ৫৭২ জন মাধ্যমিক পাশ কর্মী নিয়োগ করতে চলেছে আরবিআই।  সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করেছে।

ইতিমধ্যে অ্যাটেনডেন্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।  আবেদন করতে পারবেন ১৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।  যে সকল প্রার্থীরা আবেদন করবে এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে তাদের জন্য অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ।

কারা আবেদন করতে পারবে

শিক্ষাগত যোগ্যতা :
বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই পদে আবেদন করতে হলে অবশ্যই পার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।  এছাড়াও মাধ্যমিক পাশ প্রাক্তন সেনা জ‌ওয়ানরাও আবেদন করতে পারবে।  তবে যদি কোনো আবেদনকারী স্নাতক পাস করে থাকে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে না।

পদসংখ্যা
৫৭২ অ্যাটেনডেন্ট পদে জনকে নিয়োগ করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

বয়সসীমা
১৮ বছর থেকে ২৫ বছর বয়সিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  এছাড়া এস সি ও এস টি ৩০ বছর ও ওবিসি রা‌ ২৮ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন।

বেতন স্কেল
মাসে বেতন পাবেন প্রথম অবস্থায় ২৪ হাজার ২৫০ টাকা। সব ভাতা মিলিয়ে (হাউস রেন্ট অ্যালাউন্স ছাড়া) মাসিক মোট আয় বেতন ৪৬ হাজার ২৯ টাকা।  আর যদি কেউ ব্যাঙ্কের দেওয়া বাড়িতে না থাকেন, তবে বেতনের সঙ্গে অতিরিক্ত ১৫% হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন।

নিয়োগ প্রক্রিয়া
অনলাইনে নেওয়া লিখিত পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রোফিসেন্সি টেস্টের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।  Language Proficiency Test মূলত নিজের রাজ্যের ভাষা দক্ষতা জানার জন্য নিয়ে থাকে আরবিআই‌।

অনলাইন লিখিত পরীক্ষাটি ১২০ নম্বরে ৯০ মিনিটে নিয়ে থাকবে।  যে সব বিষয়ে প্রশ্ন থাকবে

১. যুক্তিবিদ্যা (Reasoning) ( ৩০ নম্বর)
২. সাধারণ ইংরেজি ( ৩০ নম্বর)
৩. সাধারণ জ্ঞান( ৩০ নম্বর)
৪. সংখ্যাগত দক্ষতা ( ৩০ নম্বর)।

দেশের বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রয়েছে আবেদনকারীরা পছন্দমত বেছে নিতে পারবে। তবে পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য আসানসোল, দূর্গাপুর, বর্ধমান, কলকাতা, হুগলি, কল্যাণী, এছাড়াও উত্তরবঙ্গের আবেদনকারীদের জন্য শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারবে।  RBI প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলকাতায় এর জন্য ৯০টি শূন্যপদ রয়েছে।

আবেদন ফি
এস সি ও এস টি দের জন্য আবেদন ফি ৫০ টাকা সঙ্গে জি‌এসটি ফি দিতে হবে।  জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা সঙ্গে জি‌এসটি ফি দিতে হবে।

কীভাবে আবেদন করবেন
RBI অফিশিয়াল rbi.org.in এ ওয়েবসাইট থেকে করতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন