অবশেষে প্রকাশ! প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ ২০২৫-এর প্রক্রিয়ায় ইন্টারভিউ পর্ব। গত ৩০ ও ৩১ ডিসেম্বর ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে।  এবার বাংলা মাধ্যমের দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে রাজ্যের তিনটি জেলায়—
কলকাতা: ২৭ ও ২৮ জানুয়ারি
ঝাড়গ্রাম: ২৮ ও ২৯ জানুয়ারি
জলপাইগুড়ি: ২৯ ও ৩০ জানুয়ারি

এ ছাড়া, ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পুরো ইন্টারভিউ চলাকালীন ভিডিওগ্রাফি করা হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৪ , ২০১৭ ,২০২২ ও ২০২৩ টেট উত্তীর্ণ পার্থীরাই এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন পড়বে।  এছাড়াও ইন্টারভিউতে যাঁরা ডাক পাচ্ছেন, তাঁদের ‘কল লেটার’ ডাউনলোড করে নিয়ে যেতে হবে। এছাড়াও বাকি ডকুমেন্ট গুলো তা অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন