দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে WBCS (Executive) অফিসারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য প্রশাসনের উচ্চস্তরে একযোগে ১৪০টি অতিরিক্ত পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের প্রশাসনিক দফতর, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি পদ এবং যুগ্মসচিব পর্যায়ে ১০০টি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে। এর ফলে রাজ্যে জয়েন্ট সেক্রেটারির মোট অনুমোদিত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫০, আর স্পেশাল সেক্রেটারির সংখ্যা হলো ১৪০।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সিনিয়র WBCS আধিকারিকদের একাংশ একই পদে অনেক দিন ধরে আটকে ছিলেন। উচ্চপদের সংখ্যা সীমিত থাকায় পদোন্নতি কার্যত থমকে গিয়েছিল আধিকারিকদের। উল্লেখ্য, এতে WBCS অফিসাররা উচ্চপদে পদোন্নতি পাবেন।















