WBSSC SLST Result: অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশের প্যানেল! ১৮,৯০০ জনের নাম, সঙ্গে নজিরবিহীন ‘বাতিল তালিকা’

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WBSSC SLST Result: রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে উচ্চ মাধ্যমিক স্তরের (একাদশ-দ্বাদশ শ্রেণী) সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করেছে। কমিশনের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছেন। ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১৮,৯০০ প্রার্থীর স্বপ্নপূরণ

এবারের এই নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় সাফল্যের খবর মিলেছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলে মোট ১৮,৯০০ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার ফলাফল তিনটি ভিন্ন ভাগে প্রকাশ করা হয়েছে:

  • মেরিট লিস্ট (Merit List): এটি মূল প্যানেল, যেখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম রয়েছে।
  • ওয়েটিং লিস্ট (Waiting List): মূল প্যানেলের বাইরে অপেক্ষমান প্রার্থীদের তালিকা এটি।
  • রিজেক্টেড লিস্ট (Rejected List): বাতিল হওয়া প্রার্থীদের তালিকা।

নজিরবিহীন ঘটনা: বাতিল তালিকা প্রকাশ

এসএসসির ইতিহাসে এবারই প্রথম একটি ভিন্ন চিত্র দেখা গেল। সাধারণত নিয়োগ প্রক্রিয়ায় ভেরিফিকেশন বা ইন্টারভিউ পর্বে অনেক প্রার্থী বাদ পড়েন, কিন্তু তাঁদের তালিকা আলাদাভাবে প্রকাশ করার রেওয়াজ খুব একটা ছিল না। এবার কমিশন স্বচ্ছতার স্বার্থে ৩০৩ জন প্রার্থীর একটি ‘রিজেক্টেড লিস্ট’ বা বাতিল তালিকা জনসমক্ষে এনেছে।

জানা গিয়েছে, এই ৩০৩ জন প্রার্থী ইন্টারভিউ চলাকালীন কিংবা দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের সময় বিভিন্ন নথিপত্র বা যোগ্যতামান সংক্রান্ত কারণে বাতিল বলে গণ্য হয়েছেন। কেন এবং কাদের বাতিল করা হল, তা এই তালিকার মাধ্যমে পরিষ্কার করা হয়েছে।

ইন-সার্ভিস শিক্ষকদের সাফল্যের হার

২০১৬ সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক-শিক্ষিকা, যারা নতুন করে উচ্চতর স্কেলে বা পছন্দের জায়গায় যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের জন্যও এই ফলাফল বেশ ইতিবাচক। প্রাপ্ত তথ্য অনুযায়ী:

  • ১০০০-এরও বেশি ইন-সার্ভিস বা কর্মরত শিক্ষক ডাক পেয়েছিলেন।
  • ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানো প্রার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই সফল হয়েছেন।
  • তবে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর পাওয়া সত্ত্বেও প্রায় ১০ শতাংশ শিক্ষক চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি।

পরবর্তী পদক্ষেপ: কাউন্সেলিং কবে?

ফলাফল প্রকাশের পরই সকলের নজর এখন কাউন্সেলিং প্রক্রিয়ার দিকে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহেই কাউন্সেলিং শুরু হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ২৭ থেকে ২৯ তারিখের কথা ভাবা হচ্ছে। খুব শীঘ্রই কাউন্সেলিং-এর জন্য স্কুলের তালিকা বা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে। ইন-সার্ভিস শিক্ষকরা নতুন স্কুলে যোগ দিলে তাদের পুরনো পদগুলি শূন্য হবে, যা ভবিষ্যতে নতুন চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ তৈরি করবে।

ফলাফল দেখার উপায়

প্রার্থীরা কমিশনের নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট ডাউনলোড করতে পারবেন:

  • westbengalssc.com
  • old.westbengalssc.com
  • wbsschelpdesk.com

যাঁরা এই তালিকায় স্থান পাননি, তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ নবম-দশম এবং আপার প্রাইমারির সুযোগ এখনও সামনে রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন