Pm Kisan Status: পিএম কিষাণ স্ট্যাটাসে বড় বদল! কবে ঢুকবে পরবর্তী কিস্তির টাকা? জেনে নিন তারিখ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Pm Kisan Status: দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) যোজনার ২০২৬ সালের পরবর্তী কিস্তি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যে সমস্ত উপভোক্তা এই প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের জন্য স্ট্যাটাস চেক করা এখন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। কারণ, ইতিমধ্যেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা সরাসরি টাকা পাওয়ার সময়ের ইঙ্গিত দিচ্ছে।

স্ট্যাটাসে ‘RFT’ এবং ‘FTO’-এর অর্থ কী?

উপভোক্তারা যখন তাঁদের পেমেন্ট স্ট্যাটাস চেক করছেন, তখন অনেকেই একটি নতুন আপডেট দেখতে পাচ্ছেন। আগে যেখানে ‘Waiting for approval by state’ লেখাটি দেখা যাচ্ছিল, এখন সেখানে অনেকের ক্ষেত্রেই ‘RFT Signed by State’ লেখাটি ভেসে উঠছে।

কিন্তু এই ‘RFT’-এর আসল মানে কী? সহজ কথায়, RFT-এর পূর্ণরূপ হলো ‘Request For Fund Transfer’। যখন রাজ্য সরকার উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করে সন্তুষ্ট হয়, তখন তারা কেন্দ্রের কাছে টাকা পাঠানোর জন্য একটি ডিজিটাল অনুরোধ বা রিকোয়েস্ট পাঠায়। অর্থাৎ, আপনার প্রোফাইলটি রাজ্য স্তর থেকে সবুজ সংকেত পেয়ে গেছে। এর ঠিক পরবর্তী ধাপটি হলো ‘FTO’ বা ‘Fund Transfer Order’। যখনই স্ট্যাটাসে FTO জেনারেট হবে এবং পাশে ‘Yes’ লেখা আসবে, তখনই নিশ্চিত হওয়া যাবে যে টাকা পাঠানোর প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শীঘ্রই তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে।

টাকা পাওয়ার সম্ভাব্য সময়কাল

পিএম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী, বছরে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয়। বর্তমান কিস্তির সময়সীমা হলো ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। যেহেতু এর আগের কিস্তিটি নভেম্বর মাসে দেওয়া হয়েছিল এবং বর্তমানে জানুয়ারি মাসে স্ট্যাটাসের দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে, তাই মনে করা হচ্ছে টাকা পাওয়ার জন্য মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

কাজের বর্তমান গতি এবং ‘RFT Signed by State’ স্ট্যাটাস বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা, ফেব্রুয়ারি মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকার পরবর্তী কিস্তি ঢুকে যেতে পারে। যদিও সরকারের তরফ থেকে এখনও ক্যালেন্ডারে দাগ দিয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

টাকা পেতে এই ৩টি কাজ জরুরি

টাকা পাওয়ার তারিখের পাশাপাশি আপনার যোগ্যতা বা এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক আছে কি না, তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। অফিশিয়াল পোর্টালে গিয়ে ‘Farmers Corner’-এর মাধ্যমে স্ট্যাটাস চেক করার সময় লক্ষ্য রাখুন তিনটি নির্দিষ্ট অপশনে ‘সবুজ টিক’ বা ‘YES’ আছে কি না:

  • Land Seeding (জমির তথ্য যাচাই): আপনার জমির রেকর্ড পোর্টালে সঠিকভাবে যুক্ত থাকতে হবে।
  • e-KYC (ই-কেওয়াইসি): এটি সম্পন্ন করা বাধ্যতামূলক।
  • Aadhaar Bank Account Seeding: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং ডিবিটি (DBT) অপশন চালু থাকতে হবে।

যদি এই তিনটির কোনো একটিতেও ‘NO’ লেখা থাকে, তবে অবিলম্বে তা সংশোধন করুন, অন্যথায় কিস্তির টাকা আটকে যেতে পারে। নিয়মিত ‘pmkisan.gov.in’ পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করে নিশ্চিত হয়ে নিন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন