Aadhaar App: আধার কার্ড নিয়ে বড় স্বস্তি! লাইনে দাঁড়ানোর দিন শেষ, আজ প্রকাশিত হচ্ছে কেন্দ্রের নতুন অ্যাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Aadhaar App: বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড কেবলমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সিম কার্ড কেনা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, কিংবা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া—প্রতিটি ক্ষেত্রেই এই কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে আধার কার্ডের তথ্য আপডেট করা বা সংশোধনের জন্য আধার কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা অনেকের কাছেই যন্ত্রণাদায়ক। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতে এবার এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। আজ অর্থাৎ ২৮ জানুয়ারি লঞ্চ হতে চলেছে আধার কার্ড সংক্রান্ত একটি অত্যাধুনিক অ্যাপ।

আধার পরিষেবায় আসছে নতুন দিগন্ত

সাধারণতন্ত্র দিবসের ঠিক দুদিন পরেই, অর্থাৎ ২৮ জানুয়ারি, UIDAI তাদের নতুন অ্যাপের ‘ফুল ভার্সন’ বা সম্পূর্ণ সংস্করণটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে চলেছে। এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই খুশির খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই নতুন অ্যাপটি ব্যবহারকারীদের এমন কিছু সুবিধা দেবে, যা আগে কখনও পাওয়া যায়নি। এর ফলে আধার কার্ডের ফোটোকপি বা জেরক্স পকেটে নিয়ে ঘোরার দিন কার্যত শেষ হতে চলেছে।

কী কী সুবিধা মিলবে এই অ্যাপে?

নতুন এই অ্যাপটি নাগরিকদের ক্ষমতায়নের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ব্যবহারকারীরা বাড়িতে বসেই একাধিক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে পারবেন।

  • সহজ আপডেট: মোবাইল নম্বর পরিবর্তন বা বাড়ির ঠিকানা বদলানোর মতো কাজের জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অ্যাপের মাধ্যমেই এই কাজগুলো সম্পন্ন করা যাবে।
  • নতুন রেজিস্ট্রেশন: কেবল তথ্য সংশোধন নয়, নতুন আধার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও এই অ্যাপের মাধ্যমে শুরু করা সম্ভব হবে।
  • তথ্য শেয়ার করার সুবিধা: প্রয়োজন অনুযায়ী নিজের আধার কার্ড ডিজিটাল মাধ্যমে শেয়ার করা যাবে, যা কাগজের কার্ডের প্রয়োজনীয়তা কমাবে।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা

UIDAI-এর নতুন এই অ্যাপের সবথেকে বড় চমক হল এর ‘প্রাইভেসি’ বা গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা। এই বিষয়টি বোঝাতে UIDAI একটি গানের কনসার্টের উদাহরণ ব্যবহার করেছে। যেমন একটি কনসার্টে প্রবেশ করার সময় টিকিট চেকারকে শুধুমাত্র টিকিটটুকুই দেখাতে হয়, নিজের সম্পূর্ণ ব্যক্তিগত জীবনবৃত্তান্ত নয়—ঠিক তেমনই এই অ্যাপ কাজ করবে।

কোনো জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার দেখানোর সময়, আপনি ঠিক করে দিতে পারবেন কতটা তথ্য আপনি শেয়ার করতে চান। অর্থাৎ, অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য গোপন রেখেই আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন। এটি সাইবার জালিয়াতির যুগে নাগরিকদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে একটি বড় হাতিয়ার হতে চলেছে।

ব্যবহার করবেন কীভাবে?

এই নতুন প্রযুক্তির সুবিধা নেওয়া অত্যন্ত সহজ। স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারীকে নিজের আধার নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। একবার লগ-ইন সফল হলে, আপনি আপনার ডিজিটাল আধার কার্ড দেখতে পাবেন। এরপর যখনই প্রয়োজন হবে, সেখান থেকেই সরাসরি কার্ড শেয়ার করা যাবে। সব মিলিয়ে, ২৮ তারিখের পর থেকে আধার পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন