করোনা রুখতে শিশুদের জন্য বিশেষ আহারের তালিকা প্রকাশ করল সরকার ! দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-বিশেষজ্ঞদের মতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সবথেকে বড় উদ্বেগ শিশুদের নিয়ে। রাজ্য সরকারও গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এবার করোনা ভাইরাসে কোনও শিশু আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে তার জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করেছে রাজ্য সরকার। বুধবার সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করে রাজ্য জুড়েই শিশুদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। সুষম আহার বর্তমানে দেওয়া হয় তাতে কিছু রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

avilo home

প্রশাসন সূত্রে খবর, তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই শিশুদের জন্য প্রায় ১০ হাজার বেডের বন্দোবস্ত করা হয়েছে। আগামী ৫ই অগস্ট মুখ্যমন্ত্রী পরিস্থিতি মোকাবিলার জন্য গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিং ডেকেছেন। কমিটির প্রধান নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকের দাবি, দুটি ডায়েট চার্ট তৈরি করা হয়েছে। একটি ১ থেকে ৫ বছর বয়সীদের জন্য। অপরটি ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য। মেনুতে থাকছে রুটি, ডিম, ফল, দুধ, ভাত, ডাল, সবজি, মাছ ।

ছোট বয়সীদের তুলনায় বড় বয়সীদের একটু বেশি ও গুণমান যুক্ত খাবার পরিবেশ দিতে হবে। এদিকে পরিস্থিতি মোকাবিলার জন্য ৩৫০টি এসএনসিইউকে প্রস্তুত রাখা হচ্ছে। ১ হাজার ৩০০টি আইসিইউতে শিশু চিকিৎসার উপযোগী সরঞ্জাম রাখা হচ্ছে। সিকিম সংলগ্ন কালিম্পংয়ের ৬টি এলাকাকে হাইরিস্ক জোন হিসাবে গণ্য করা হয়েছে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন