Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চলছে ভরা শ্রাবণ মাস। মাসটি দেবাদি দেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তাই ভগবান মহাদেবকে তুষ্ট করতে শ্রাবণ মাসে বিশেষ ভাবে ভক্তি সহকারে শিব পুজো করে থাকেন সকল পূণ্যার্থীরা। মহাদেবের প্রিয় মাস হওয়ায় হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস সকল শুভ কাজের জন্য গুরুত্বপূর্ণ। তবে কিভাবে শিব ঠাকুরের পূজা করবেন।
পুজোর প্রধান উপকরণ হল ফুল। সব দেবতার পছন্দের কিছু ফুল রয়েছে। আজ আমরা আলোচনা করব শিবের পছন্দের ফুল নিয়ে। এই ফুল গুলি দিয়ে শ্রাবণ মাসে ভগবান মহাদেবের আরাধনা করলে তিনি খুবই প্রীত হন ও এর ফলে শিবের আশির্বাদ আপনার উপর বর্ষিত হয়।
দেখুন এক নজরে —–
১. জীবনের সকল সমস্যা দূর করতে বেলপাতা দিয়ে শিব পুজো করুন। বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ হয়ে থাকে।
২. সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করতে মহাদেবের আরাধনায় দুর্বা ঘাস নিবেদন করুন।
৩. মহাদেবের প্রিয় ফুলের তালিকায় রয়েছে শিউলি ফুল। জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভের জন্য শিউলি ফুল দিয়ে মহাদেবের পুজো করুন।
৪. নতুন বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছে থাকলে শ্রাবণ মাসে জুঁই ফুল দিয়ে শিবের পুজো করুন।
৫. জীবনে সন্তান সুখ লাভ করতে এবং পরিবারে শান্তি বজায় রাখতে ধুতরো ফুল দিয়ে শিবের পুজো করুন।
৬. জানেন কি তিসি ফুল দিয়ে পুজো করলে শুধু মহাদেব নন, অন্য দেবতারাও তুষ্ট হন।
৭. শিবের পুজোয় শামী গাছের পাতা ব্যবহার করলে জীবনে শান্তি ও মোক্ষলাভ করা যায়।
৮. জীবন সঙ্গী পেতে বেলফুল দিয়ে মহাদেবের আরাধনা করুন।
৯. অর্থসংকট ও অভাব মেটাতে জুঁই ফুল দিয়ে শিবের পুজো করুন।
১০. কলকে ফুল দিয়ে শিবপুজো করলে নতুন জিনিষ লাভ করা যায়।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল