Bangla News Dunia , অমিত রায় :- ভারতীয় সংস্কৃতি অনুযায়ী , মহিলাদের পায়ে আংটি পরাকে বিশেষ মঙ্গলজনক হিসাবে দেখা হয়। তবে এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। আজ থেকে কয়েকশো বছর আগে মহিলাদের পায়ে আংটি পড়ার বৈজ্ঞানিক কারণ জানালে কোনো মহিলা আংটি পড়তো বলে মনে হয় না। তাই এই আংটি পড়াকে ভারতের সংস্কৃতির সাথে যুক্ত করে দিয়েছিলেন তখনকার বিজ্ঞ পন্ডিতরা। আর সেই সময় তাদের কথা মান্ন করতেন সকলেই।
মহিলাদের পায়ের দ্বিতীয় আঙুলের স্নায়ু হৃদয় পর্যন্ত বিস্তীৰ্ণ এবং এটি জরায়ুর সাথেও যুক্ত। এই দ্বিতীয় আঙুলে আংটি পড়লে জরায়ুতে রক্তচাপের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি নিয়মিত রাখে ঋতুস্রাব। রুপো শারীরিক ভারসাম্য বজায় রাখে বলে রুপোর আংটিই সাধারণত পড়েন মহিলারা।
আরো পড়ুন :- আগামীকাল থেকেই একাউন্ট – এ টাকা আসতে চলেছে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- অবশেষে বাংলায় চালু হলো নতুন রেশন প্রকল্প , সুবিধা পেতে পারেন আপনিও