Bangla News Dunia , অমিত রায় :- সবকিছু ঠিক ঠাক থাকলে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই দেশে ৫ জি চলে আসতে পারে। ১ বছর আগে থেকেই দেশে ৫ জি ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছিলো। আর এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে ৫ জি মোবাইল ফোন। যাতে দেশে ৫ জি চালু হলেই তা ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। ইতি মধ্যেই ভারতের দুই জায়েন্ট কোম্পানি রিলায়েন্স ও টাটা একে অপরকে ৫ জি-তে টক্কর দিতে মাঠে নেমেছে। রিলায়েন্স নিজের জিও নিয়ে মাঠে নেমেছে আর টাটা , এয়ারটেলের সাথে চুক্তি করে মাঠে নেমেছে।
বিশেষজ্ঞদের মতে , এই ৫ জি প্রযুক্তির ব্যান্ডউইথ , ক্ষমতা , গতি ৪ জি -র তুলনায় অনেকটাই বেশি। এর স্বয়ংক্রিয়তা অবিশ্বাস রকমের। ৫ জি ভিডিও দেখার ক্ষেত্রে ও ডাউনলোড করার খেতে আমূল পরিবর্তন আনতে চলেছে। ৪ কে থেকে ৮ কে রেজিলেশনের ভিডিও আদান- প্রদান , ডাউনলোড , আপলোড , এডিট করা যাবে অনায়াসে। যারা ভিডিও গেম খেলতে ইচ্ছুক তাদের জন্য খুশির খবর , ভিডিও গেম খেলায় ব্যাঘাত ঘটবে না আর।
আরো পড়ুন :- আপনার স্মার্টফোন হারিয়ে গিয়েছে? নাকি চুরি ? জানুন খুঁজে পাওয়ার উপায়
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- কত বড় পুরুষাঙ্গে খুশি হন মহিলারা ! সম্প্রতি এক সমীক্ষায় উঠে আসলো তথ্য