Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পেতে পারেন। স্বল্প সঞ্চয় আজকের ছোট এবং মাঝারি ব্যবসায়ী, পেশাদার ব্যক্তি এমনকি চাকুরিজীবীদের জন্য খুবই প্রাসঙ্গিক দু’টি প্রধান কারণে– নিশ্চিত রিটার্ন ও কর ছাড়।
সরকার বিভিন্ন প্রয়োজনের নিরিখে অনেক স্বল্প সঞ্চয় প্রকল্প চালু করেছে। বয়স্ক নাগরিকদের জন্য যেমন নির্দিষ্ট প্রকল্প আছে। অর্থাৎ বিভিন্ন আর্থ সামাজিক স্তরের এবং প্রবীণ সবাই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন তাঁদের প্রয়োজন অনুযায়ী। একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে একটি স্বল্প সঞ্চয় পোর্টফোলিও তৈরি করতে পারেন অতি সহজে।
PPF : বিনিয়োগকারী ১৫ বছর বাদে সুদ-সহ পুরো টাকা তুলতে পারবেন। তার আগে নয়। বিশেষ প্রয়োজনে ৫ বছর বাদে আংশিক টাকা তোলা যেতে পারে। সুদের বর্তমান হার ৭.১%।
১,৫০,০০০ টাকা বিনিয়োগের উপর আয়কর আইনের ৮০C ধারা অনুযায়ী কর মকুব।
NSC : বিনিয়োগকারী ৫ বছর বাদে সুদ-সহ পুরো টাকা তুলতে পারবেন। সুদের বর্তমান হার ৬.৮%। ১,৫০,০০০ টাকা বিনিয়োগের ওপর আয়কর আইনের ৮০C ধারা অনুযায়ী কর মকুব। সুদ এর উপর আয় করের স্ল্যাব অনুযায়ী কর প্রযোজ্য।
SCSS : এই প্রকল্পটি ৬০ বছর বা ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তি, যাঁরা কাজ থেকে অবসর নিয়েছেন। বর্তমানে ৭.৪% সুদ পাওয়া যায় ৫ বছর পর্যন্ত এবং তারপর আরও ৩ বছর বিনিয়োগ নবীকরণ করা যেতে পারে।
বাকি লগ্নির সঙ্গে তুলনা করলে ৫ বছরের মেয়াদ শেষে PPF এর ক্ষেত্রে কিছু টাকা বেশি পাওয়া যায়, কিন্তু লক-ইন পিরিয়ড ১০ বছর বেশি। PPF এর মূল সুবিধা সুদ করশূন্য-এটাই PPF-কে অনেক আগে রাখে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল