এই উপসর্গ গুলি বাড়ায় মহিলাদের হার্ট অ্যাটাকের সম্বাভনা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- শুনলে অবাক হবেন চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন পুরুষদের থেকে মহিলাদের হার্ট অ্যাটাকের সম্বাভনা অধিক রয়েছে। ফলে তাদের মত মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে সাবধান হয়ে যাওয়া উচিত , নয়তো হতে পারে মারাত্মক বিপদ। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের হার্টের সমস্যা থাকলেও অধিকাংশ মহিলার বুকে ব্যাথা হয় না। মহিলাদের হার্ট অ্যাটাকের উপসর্গ হিসাবে সাধারণত , ক্লান্তি , দুর্বলতা , শ্বাসকষ্টকে ধরা হয়।

আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান

তবে এরই সাথে ঘরে – বাইরে অধিক চাপ নিলে , হাইব্লাড প্রেসারের সমস্যা , সুগারের সমস্যা থাকলে এই হার্ট অ্যাটাকের সম্বাভনা বহুগুন বেড়ে যায়। এরই সাথে ধূমপান করলে হার্ট অ্যাটাকের সম্বাভনা আরো বৃদ্ধি পায়। একদম যুবতীরা বেশি ধূমপান করলে ২০ বছর পেরোনোর আগেই হার্ট অ্যাটাকের সম্বাভনা থাকে। তার কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন , মহিলারা বেশি দোরঝাঁপ করেন না। ফলে তাদের হার্টের এক্সারসাইজ কম হয়। আর এর ফলেই মহিলাদের হার্ট দুর্বল হতে শুরু করে।

 

avilo home

 

আরো পড়ুন :- বিয়ার পানের কি কি উপকারিতা ? জানুন একনজরে

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- আপনার কি স্পার্ম কম ? এই ভাবে দ্রুত বাড়বে শুক্রাণু

Bangla news dunia Desk

মন্তব্য করুন