Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে যা কিছু জিনিস থাকে, তার প্রভাব পড়ে আমাদের উপর। জিনিসের শুভ প্রভাব ও কোনও জিনিসের অশুভ প্রভাব পড়ে আমাদের জীবনে। কারণ প্রতিটি জিনিস থেকে শক্তি নির্গত হয়। তার মধ্যে যেমন পজিটিভ শক্তি আছে, তেমন নেগেটিভ শক্তিও আছে।
বিশেষ করে পাঁচটি পুরনো জিনিস বাড়ি থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন। না হলে জীবন ছারখার হয়ে যেতে পারে। দেখে নিন কোন জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলা জরুরি।
১. বাড়িতে পুরনো খবরের কাগজ জমিয়ে রাখতে পছন্দ করেন। জেনে রাখুন ঘরে পুরনো খবরের কাগজ জমিয়ে রাখার অভ্যেস আপনার বড় ক্ষতি করে দিতে পারে। পুরনো সংবাদপত্র জমিয়ে রাখার অভ্যেস মোটেও ভালো নয়। পুরনো খবরের কাগজে নোংরা, ধুলো, ময়লা জমে থাকে। পুরনো খবরের কাগজ থেকে অশুভ শক্তি নির্গত হয়। পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। বাড়িতে পুরনো খবরের কাগজ জমিয়ে রাখবেন না।
২. বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো তালা বাড়িতে জমিয়ে রাখা মোটেও ভালো নয়। এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে মনে করা হয় পুরনো তালা আপনার সৌভাগ্যের দরজাতে তালা লাগিয়ে দিতে পারে।
৩. ঘড়ি আমাদের সবার বাড়িতেই থাকে। এটি একটি অতি প্রয়োজনীয় সামগ্রী। নষ্ট ঘড়ি কখনোও ঘরে রেখে দেবেন না। বন্ধ হয়ে গিয়েছে বা উল্টো দিক দিয়ে ঘুরছে, সেই ঘড়ির অশুভ প্রভাবে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে। নষ্ট ঘড়ি থাকলে সরিয়ে ফেলুন। বাস্তু অনুসারে মনে করা হয় নষ্ট ঘড়ির কারণে জীবনে সুখ ও শান্তি মেলে না।
৪. বাস্তু ও জ্যোতিষ উভয় মতেই ঘরে পুরনো ছেঁড়া জুতো জমিয়ে রাখা অত্যন্ত অশুভ। জীবনে সংকট দেখা দেয়। অল্প কয়েকটা জুত রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে নোংরা জুতো তাকে তুলে রেখে দেবেন না। জুতো পরিষ্কার করে রাখা খুব জরুরি। না হলে শনির দশা দেখা দিতে পারে।
৫ . বাস্তু মতে কী ধরনের পোশাক পরব, তা আমাদের ভাগ্য নির্ধারণ করে। ভুলেও এমন পোশাক ঘরে জমিয়ে রাখা উচিত নয়, যা ছিঁড়ে গিয়েছে বা যেগুলি আমরা আর পরি না। ছেঁড়া পোশাক জীবনে নানা সমস্যার সৃষ্টি করে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল