বর্তমান দিনে ভূতে অস্তিত্ব আছে ? থাকলে বুঝবেন কিভাবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বর্তমান যুগে মানুষ অপদেবতার প্রতি বিশ্বাস করে না। তবে ভালো শক্তি থাকলে বিপরীতে খারাপ শক্তিও থাকবে। জন সাধারণের বিশ্বাস ভূত, প্রেতাত্মা বা অশরীরী হল মৃত ব্যক্তির আত্মা। আর ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়ই শোনা যায়। সত্যিই কি ভূত আছে, নাকি নেই ? এই তর্ক বির্তক যেন শেষ হবার নই। কেউ কি নিশ্চিত করে বলতে পারবেন- ভূত আছে বা ভূত নেই? না পারবেন না!

বহুকাল ধরেই ভূতের অস্তিত্ব টের পেয়েছেন সেই লোকের সংখ্যাও কম নই। খোদ বাড়িতে ভূতের অস্তিত্ব পেয়েছেন এমন লোকজনেরও দেখা মিলবে!

কীভাবে বুঝবে ভূত আছে কি নেই ——-

১. বাড়িতে কুকুর বা বেড়াল অস্বাভাবিক আচরণ শুরু করে। যেমন, গভীর রাতে কাঁদা, বা গলাছেড়ে হাঁকডাক। আবার কখনও দেখা যায় আচমকাই বাড়ির পোষ্য কুকুর, বেড়ালের মৃত্যু।

avilo home

২. ঘরের জানালা, সদরদরজা বন্ধ। কিন্তু খোলার পর দেখেন জিনিসপত্র বা আসবাবপত্র এলোপাতাড়ি ভাবে পড়ে রয়েছে!

৩. বাড়ির কোনও একটা ঘরে বা স্থানে হঠাত্‍ করে প্রচণ্ড শীতল অনুভূতি হওয়া। বা বাতাস প্রবাহ।

৪. বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবপত্রে কোনও বিশ্রী রকম আঁচরের দাগ দেখতে পাওয়া। কেউ যেন ইচ্ছে করে ধারালো কোন বস্তু দিয়ে করে গেছে।

৫. দেওয়ালে আচমকা কোনও ছায়ামূর্তির দেখা পাওয়া বা মনে হবে কে যেন পিছু নিয়েছে।

৬. লাইটের সুইচ বন্ধ থাকা সত্বেও আচমকা জ্বলে উঠা। মনে হবে এই যেন লাইটের সুইচড অন হয়ে যাচ্ছে।

৭. পাশের কোন রুম বা ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ শোনতে পাওয়া। যেমন- কাচের বাসনপত্র ভাঙার আওয়াজ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারও হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ ইত্যাদি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন