মানুষের কামড়ে সাপের মৃত্যু ! পড়ুন অদ্ভুত ঘটনার কথা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। সাপের ছোবলের পালটা সাপকে কামড়ে দিল এক আদিবাসী যুবক। তার ফল হল মারাত্বক। মৃত্যুর কোলে ঢলে পড়ল সাপটি! ওড়িশার জয়পুরের প্রত্যন্ত গ্রামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।ধান ক্ষেতের কাজ সেরে সন্ধ্যা বেলায় বাড়ি ফিরছিলেন কিশোর বদরা নামে এক যুবক। মাঠের আড়ালেই লুকিয়ে ছিল সাপটি। তার গায়ে পা পড়তেই কামড় বসিয়ে দেয় পায়ে। তৎক্ষণাৎ সেই সাপটাকে নিজের হাতে ধরে ফেলে। তারপর জোরে বসিয়ে দেয় এক কামড়।

avilo home

কিশোরের কথায়, রাতে বাড়ি ফেরার পথে আচমকা বুঝতে পারি কী যেন পায়ে কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতে গিয়ে দেখতে পাই একটা কেউটে। বদলা নিতে ওটাকে হাতে তুলে নিয়ে পরের পর এক একটি কামড় বসিয়ে দিই। লক্ষ করেন সাপটি নিস্তেজ হয়ে পড়ছে। পরিষ্কার হয়ে যায়, মৃত্যু ঘটেছে সেটির। সেটিকে নিয়ে বাড়ি ফিরে আসেন কিশোর। লোকে ছুটে আসে কিশোরকে দেখতে। ভিড় জমতে থাকে কিশোরের বাড়িতে। ঘটনার কথা কেউই জীবনে কোন দিন শোনেননি।

কিন্তু সাপের কামড়ে কিশোরের ক্ষতি হয়নি। কিশোর জানাচ্ছেন, অসুবিধাই হয়নি তাঁর। আর সেই কারণেই গ্রামের বহু লোকের বলা সত্ত্বেও স্থানীয় হাসপাতালে যাননি। কিন্তু সত্যিই কি কোনও অসুবিধা হচ্ছে না তাঁর ? কিশোর জানাচ্ছেন, বিষাক্ত সাপটিকে কামড়ে দেওয়ার পরেও আমার শরীরে কোনও অসুবিধা হয়নি। তবেস্থানীয় এক ওঝার কাছে গিয়েছিল সে। কোথাও যাওয়ার দরকার পড়েনি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন