Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো প্রতিভা নেই। আমাদের সকলের মধ্যেই কোনও না কোনও প্রতিভা থাকে। যা হয়তো আমরা সকলের সামনে তুলে ধরতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রতিভা থাকে সত্ত্বেও তা গোপন থাকে। আবার অনেক সময় দেখা যায় অন্য দিকে কমতির কারণে সে তার প্রতিভা তুলে ধরতে পারে না । জ্যোতিষ শাস্ত্র মতে , প্রতিটি রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে ভিন্ন ধরনের প্রতিভা।
১. মেষ রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের মধ্যে নাচ -গানের করার থাকে। এ ছাড়াও শারীরিক দক্ষতা সম্পর্কিত কিছু প্রতিভা থাকে।
২. বৃষ রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের মধ্যে হাতের নানা কাজ , ছবি আঁকা এবং রান্নায় পারদর্শী হন।
৩. মিথুন রাশি :- এই রাশির জাতক – জাতিকারা গীতিকার হতে পারেন। এ ছাড়া যে কোনও বিষয়ে বক্তিতা এবং মার্কেটিংয়ের কাজে এঁরা অত্যন্ত নিপুন হন।
আরো পড়ুন :- এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?
৪. কর্কট রাশি :- এই রাশির জাতক – জাতিকারা পটু হন অপরকে যে কোনও বিষয়ে সুবিধা দিতে। এ ছাড়া অভিনয় এবং স্থাপত্য জগতে নাম করতে পারেন এরা।
৫. সিংহ রাশি :- সিংহ রাশির জাতক – জাতিকারা ফ্যাশন দুনিয়ায় নাম করতে পারেন এবং অন্যদের যে কোনও কাজে উৎসাহিত করতে সক্ষম হন।
৬. কন্যা রাশি :- এই রাশির মানুষ মধ্যে কোনও কাজের পরিকল্পনা করার প্রতিভা থাকে। লেখালেখি করা এঁদের গোপন প্রতিভা বলা যায় ।
৭. তুলা রাশি :- তুলা রাশির জাতক – জাতিকারা খেলাধুলোর সঙ্গে জড়িত উন্নতি লাভ করতে পারে। এ ছাড়া ঘর সাজানোর মতো কাজে এঁদের বিশেষ প্রতিভা থাকে।
৮. বৃশ্চিক রাশি :- এই রাশির মানুষদের তদন্তমূলক কাজ অত্যন্ত প্রিয় হয়ে থাকে । এ ছাড়া বিজ্ঞানভিত্তিক কোনও কাজে এঁদের দক্ষতা থাকে।
আরো পড়ুন :- ধনী হতে চাইলে সকালে বিছানায় করুন এই কাজ
৯. ধনু রাশি :- এই রাশির মানুষরা ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করেন। এঁরা দার্শনিক এবং সাংবাদিক হতে পারেন।
১০. মকর রাশি :- মকর রাশির জাতক – জাতিকারা যে কোনও কাজের দায়িত্ব নিতে পটু হন। সমাজের যে কোনও কাজেই এঁরা নাম করতে পারেন।
১১. কুম্ভ রাশি :- কুম্ভ রাশির জাতক – জাতিকারা ফ্যাশন ডিজাইনিং এবং ফটোগ্রাফিতে খুবই দক্ষ হতে পারেন।
১২. মীন রাশি :- মীন রাশির জাতক – জাতিকারা যে কোনও বিষয়ে যে কোনো অনুপ্রাণিত করতে পারেন। এ ছাড়া ছবি আঁকাতেও এঁরা পারদর্শী হতে পারেন।
আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)
—————————————————————————
আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সহজ টোটকাটি , দেখুন ভিডিও